জেন্ডার ফ্লুইড ফ্যাশন কী?

ফ্যাশনে মেল সেকশন আর ফিমেল সেকশন-এর ধারণা এখন প্রায় আউট অফ ট্রেন্ড। এসেছে নতুন ট্রেন্ড  ‘জেন্ডার ফ্লুইড ফ্যাশন’; কিন্তু কী এই জেন্ডার ফ্লুইড ফ্যাশন? কীভাবে এই ফ্যাশন হয়ে উঠতে পারে আপনার রোজকার ওয়ারড্রোব সঙ্গী? সাজেশন দিলেন বোহো ট্রাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোরের প্রধান  আকাশলীনা বন্দ্যোপাধ্যায় (Akashlina Banerjee, Founder, Designer ,Boho trunk cafe and store)

আকাশলীনা জানিয়েছেন, জেন্ডার ফ্লুইড ফ্যাশন আসলে একটা ধারণা বা দর্শন। জেন্ডার ফ্লুইড ড্রেস বা স্টাইলের কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই। মহিলা ও পুরুষ নির্বিশেষে যে পোশাক পরা হয়, বা যে স্টাইলিং-এ পরা হয়, সেগুলোই জেন্ডার ফ্লুইড। ফ্যাশনের এই ধারণা খুব পুরনো।

বহু বছর ধরে চলে আসছে। একটি পোশাক ছেলে মেয়ে নির্বিশেষে কে কীভাবে ক্যারি করছে সেটাই জেন্ডার ফ্লুইডিটি। একটা সময় অবধি ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ভাগে বিভক্ত ছিল পোশাকের দুনিয়া। সময় আধুনিক হলেও পোশাকের বিভাজন আরও স্পষ্ট হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে উভয় পক্ষের কাজের ধরন ঠিক করে দিত পোশাকের মাপকাঠি। মেয়েরা ঘরকন্নার কাজ করে তাই শাড়ি। পুরুষরা বাইরের কাজ করে তাই প্যান্ট শার্ট জাতীয় পোশাক।

এখন বদল এসেছে এই ভাবনায়। ছেলে ও মেয়েরা এখন কাজের দিক থেকে সমান। জামাকাপড় সেভাবেই পরা হয় যাতে কাজ করা যায় সহজ ভাবে। যে কোনও ফ্যাশনের মূল কথা- ফ্যাশন হতে হবে আরামদায়ক। সেখান থেকে জেন্ডার ফ্লুইড ব্যাপারটা খুব ইন। ২০২০ থেকে ইউনিসেক্স ব্যাপারটা পপুলার হয়ে ওঠে। যেমন শাড়ি আর পাঞ্জাবী, ধুতি পাঞ্জাবী হিসেবে ছেলে ও মেয়ে উভয়কেই পরানো যায়। হারেম প্যান্টও এভাবে ট্রাই করা যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...