পাঁচ মিনিটে নিখুঁত মেকআপ করার সেরা ট্রিকস কী?

পাঁচ মিনিটে নিখুঁত মেকআপ করার সেরা ট্রিকস কী? মেকআপের সময় কোন কোন ভুল এড়িয়ে চলবেন? কোন টোটকায় সারাদিন স্ম্যাজ-ফ্রি থাকবে মেকআপ? টিপস শেয়ার করলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট রত্না দাস (Ratna Das, Professional Makeup Artist)

রত্না দাস জানিয়েছেন, নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন, সেটিং পাউডার বা স্প্রে, (যাদের অয়েলি স্কিন তারা পাউডার আর যাদের ড্রাই স্কিন তারা স্প্রে), লিপস্টিক, কাজল ল, আই শ্যাডো সব সময় ক্যারি করা উচিত। হঠাৎ মেকআপের দরকার পড়লে ব্যবহার করার জন্য এগুলোই জরুরি। কোনও প্রোডাক্ট যদি থাকে সঙ্গে তাহলে এই উপকরণ দিয়ে মেকআপ সম্ভব। যেমন লাল রঙের লিপস্টিক আর ফাউন্ডেশন একসঙ্গে মিলিয়ে ব্যবহার করা যাবে ব্লাশার হিসেবে। আন্ডার আই বা স্মাইল লাইনে ক্রিজ তোলার জন্য প্রথমেই স্কিন ভাল করে ময়েশচারাইজ করতে হবে।

তারপর হালকা করে সেটিং পাউডার লাগিয়ে নিয়ে প্রাইমার লাগাতে হবে। তারপর কনসিলার। তারপরেই সঙ্গে সঙ্গে সেটিং পাউডার লাগিয়ে নিন। তাহলে আর ক্রিজ পড়বে না। হাইলাইটার আর ফাউন্ডেশন একসঙ্গে মিশিয়ে ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের সঙ্গে এক সঙ্গে মিশিয়ে সমস্ত মুখে লাগিয়ে নিতে হবে। তারপর সেটিং স্প্রে বা পাউডার দিতে হবে। এভাবেই পাওয়া যাবে ইনস্ট্যান্ট ডিউই লুক। বঞ্জার বা ব্লাশার ব্যবহার করার সময় ক্রিমি ব্লাশার ব্যবহার করলে এই লুক আরও ক্লিয়ার হবে। পাতলা আই ল্যাশ ঘন দেখাতে আই ল্যাশ কার্লর দিয়ে কার্ল করে নিতে হবে তারপর ঘন মাস্কারা লাগিয়ে কার্লর দিয়ে সেটিং পাউডার লাগিয়ে নিতে হবে তারপর আবার এক কোট মাস্কারা দিতে হবে। ফলস আই ল্যাশ ব্যবহার করতে হবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...