ছাত্র-ছাত্রীদের জন্য নতুন সুযোগ এনে দিল আই.আই.এইচ.এম

আতিথিয়তাই সবচেয়ে বড় ধর্ম। অতিথি সেবার জন্যেও দরকার উপযুক্ত প্রশিক্ষণের। দেশের বহু ছাত্র-ছাত্রীদের এই প্রশিক্ষণ দিয়ে আসছে 'ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট'। এবার ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রীদের জন্য এগিয়ে চলার সুযোগ করে দিয়েছে। সম্প্রতি আই.আই.এইচ.এম ও ম্যারিয়ট ইন্টান্যাশনালের মধ্যে একটি মৌ স্বাক্ষর হয়েছে। ম্যারিয়ট ইন্টান্যাশনালের অভিজ্ঞ শেফ ও হসপিটালিটি ম্যানেজমেন্টের স্পেশালিস্টরা প্রশিক্ষণ দেবে আই.আই.এইচ.এম-এর ছাত্রছাত্রীদের। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্যে ম্যারিয়ট ইন্টান্যাশনালের হোটেলগুলিতে গিয়েও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে আই.আই.এইচ.এম-এর চেয়ারম্যান ডঃ সুবর্ণ বসুর উপস্থিতিতে দুই সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত। ডঃ সুবর্ণ বসু জানিয়েছেন, "ইস্ট ইন্ডিয়াতে এই প্রথম ম্যারিয়ট ইন্টান্যাশনাল এত বড়ো চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি ফলে ছাত্র-ছাত্রীরা অনেক নতুন বিষয় শেখার সুযোগ পাবে।"

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বহু অভিজ্ঞ শেফ ও স্পেশালিস্টরা। যার মধ্যে অন্যতম হলেন ম্যারিয়ট ইন্ডিয়ার সাউথ ইস্ট ইন্ডিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট গৌরব সিং। তিনি বলেছেন, "এই চুক্তির ফলে ছাত্র-ছাত্রীরা আরও বেশি শিখতে পারবে। যার ফলে আই.আই.এইচ.এম ও ম্যারিয়ট ইন্টান্যাশনাল লাভবান হবে।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...