কোন কোন অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের জন্য দায়ী?

আধুনিক জীবনযাত্রার কারণে বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব? কোন কোন অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের জন্য সবচেয়ে বেশি দায়ী? কীভাবে সচেতন হবেন? পরামর্শ দিলেন স্ত্রীরোগ ও আইভিএফ বিশেষজ্ঞ ডাঃ পার্থরঞ্জন দাস (Dr. Partha Ranjan Das, Gynaecologist, IVF Specialist)

ডাঃ পার্থরঞ্জন দাস জানিয়েছেন, Infertility বা বন্ধ্যাত্বর বদলে এখন Sub fertility কথাটি ব্যবহার করা হয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা পরস্পর পরস্পরের থেকে এগিয়ে যাই, কিন্তু সেখানে যদি কোনও বাধা বিপত্তি আসে সেটাকেই sub fertility বলা হবে। Sub fertility কে কারণ হিসেবে ভাগ করতে গেলে তার জন্য স্ত্রী পুরুষ দুজনেই দায়ী। ৩০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ মহিলা। ৩০ শতাংশ উভয়েই দায়ী। আর ১০শতাংশ অস্পষ্ট। তাই সমাজে মহিলাদের টার্গেট করা হলেও তা একেবারেই ঠিক নয়। যখন দম্পতি সাধারণ স্বাভাবিক জীবন যাত্রার পরেও এক বছরের মধ্যের স্ত্রী গর্ভধারণ করতে সমর্থ না হয় তাহলে চিকিৎসকের স্মরণাপন্ন হয়। সেই হিসেবেই শুরু হয় চিকিৎসা। এছাড়াও খাদ্যভ্যাস, জীবনযাত্রা পরিবেশগত সমস্যা স্ত্রী, পুরুষ উভয়ের ওপরই প্রভাব ফেলে। একজন পুরুষের যত বয়স বাড়বে তত স্পার্ম কাউন্ট কমবে। তার ওপর অন্যান্য সব দিকগুলোই প্রভাব ফেলে। স্পার্ম টেস্ট হলে তিনটে দিক দেখা হয়। স্পার্ম কাউন্ট, মর্টিলিটি, মরফোলজি। এছাড়া ক্রোমোজমে কোনও অস্বাভাবিকতা আছে কিনা তাও দেখা হয়। বিয়ের আগে কাউন্সিলিং প্রয়োজন।দরকার সার্বিক সচেতনতা।

সুস্থ জীবনযাত্রা, সঠিক খাদ্যাভ্যাস, যে কোনও ধরনের নেশা থেকে দূরে থাকাও জরুরি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...