'রহস্যময়' ছবিতে আবার গোয়েন্দা চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়

তোপসে, অজিত, শবরের পর আবার গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবির নাম 'রহস্যময়'। সৌম্য ঘোষ ও সুপ্রিয় ভট্টাচার্যের পরিচালনায় আসছে এই ছবি। যেখানে ডিসিপি অনীশ রায়ের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। জিয়ো বাংলার প্রতিনিধি সঙ্গে আড্ডা দিতে এসে এই ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

প্র: 'রহস্যময়'-এর রহস্যের সমাধানটা সম্পর্কে কিছু বলো আমাদের দর্শককে।

শাশ্বত চট্টোপাধ্যায়: না, থ্রিলার ছবি নিয়ে মুশকিল হল কিছুই বলা যায় না।

প্র: তোপসে, অজিত, শবর তারপর এই ছবিতে ডিসিপি অনীশ রায়। মানে রহস্য তোমাকে ছাড়ছে না।

শাশ্বত চট্টোপাধ্যায়: হ্যাঁ, আমি চাইছি কমেডি ছবি করতে, কিন্তু কমেডি ছবি আসছেই না। আমার মনে হয় মানুষের জীবন থেকে হাসি উড়ে যাচ্ছে। তাই কমেডি গল্প লিখবে কে? এখন তো নিউজ চ্যানেল খুললে কোনও ভাল খবর দেখতে পাওয়া যায় না।

প্র: কমেডি থেকে বেশি বাঙালি দর্শকরা থ্রিলার বা হরর ছবি বেশি পছন্দ করছে।

শাশ্বত চট্টোপাধ্যায়: রহস্য সব সময় বাঙালি একটু বেশি পছন্দ করে। কারণ আমার মনে হয় প্রতিটা বাঙালির মধ্যে একটা করে ডিটেকটিভ রয়েছে। তাই দর্শক সিনেমা হলে গিয়ে সব সময় চায় ডিটেকটিভের আগেই আসল খুনিকে খুঁজে বার করতে।

প্র: শবরের মতো কী এই ছবিতেও ডিসিপি অনীশ রায় খুনিকে ধরতে ছুটে বেরিয়েছে?

শাশ্বত চট্টোপাধ্যায়: না, ডিসিপি এখানে অনেক বুদ্ধি দিয়ে কাজ করেছেন।

প্র: কোথায় কোথায় শ্যুটিং হয়েছে।

শাশ্বত চট্টোপাধ্যায়: বেশিরভাগ শ্যুটিং একটা ফ্ল্যাটে হয়েছে। আর একটা থানাতেও শ্যুটিং হয়েছিল। রাস্তায় কিছু কিছু শ্যুট হয়েছে।

প্র: অমৃতা ও সায়নীর সঙ্গে অভিনয় করার এক্সপিরিয়েন্স কেমন ছিল?

শাশ্বত চট্টোপাধ্যায়: অমৃতা ও সায়নীকে আমি আগে থেকেই চিনি। তবে পরিচালকের এটা প্রথম কাজ। আমি যখন শ্যুটিং করতাম তখন ও বসে বসে খুব মন দিয়ে দেখত। ওর এই স্বভাবটা আমার সত্যি খুব ভাল লেগেছে।

প্র: দেবরাজদা'কে আমরা সব সময় নেগিটিভ চরিত্রে দেখেছি। এখানে ওঁর চরিত্রটা কেমন?

শাশ্বত চট্টোপাধ্যায়: এখানে দেবরাজ আমার অ্যাসিসটেন্ট।

প্র: এখন ওটিটিতে সিনেমা দেখতে মানুষ বেশি পছন্দ করছে। এটার পিছনে কারণ কী?

শাশ্বত চট্টোপাধ্যায়: আসলে আমরা কোভিডের সময় যে ফেজটার মধ্যে দিয়ে গিয়েছি তখন ওটিটি দেখাটা একটা হ্যাবিট হয়ে গিয়েছিল। অন্যদিকে টিকিটের দাম বেড়েছে। এছাড়াও এখন একটা ছবি দেখতে গেলে সিনেমার মাঝে একটা ব্রেক দেওয়া হচ্ছে যে সময় চিপস, পপকর্ন বিক্রি করা হচ্ছে। কাজেই সিনেমার ব্যবসাটা এখন সেকেন্ডারী হয়ে যাচ্ছে।

প্র: সামনে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল তো সেখানে কী যাবে তুমি?

শাশ্বত চট্টোপাধ্যায়: রোজ যাওয়া হবে না হয়তো। মাঝে মাঝে যাবো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...