শরীরের গঠন ও ধরন অনুযায়ী সঠিক পোশাক নির্বাচন করবেন কীভাবে?

শরীরের গঠন ও ধরন অনুযায়ী সঠিক পোশাক নির্বাচন করবেন কীভাবে? ইন্দো-ওয়েস্টার্ন স্টাইল আইডিয়াল লুক কেমন হওয়া উচিত? কর্পোরেটে কেমন ধরনের এথেনিক ও ওয়েস্টার্ন পোশাক বাছা উচিত? টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার মহম্মদ দানিশ আখতার (Md Danish Akhtar, Fashion Designer)   

 দানিশ  জানিয়েছেন , সবচেয়ে প্রথমে নিজেকে আয়নায় দেখে বুঝতে হবে ব্যক্তিত্ব কেমন। শরীরের গঠন কেমন। ব্যক্তিত্বর ওপরই নির্ভর করে কেমন পোশাক মানাবে। শরীরের গঠন ও ধরন জানলেই নিজস্ব স্টাইলের প্যাটার্ন তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয় বিষয় হল গায়ের রঙ। গায়ের রঙ অনুযায়ী পোশাকের রঙ নির্ভর করে। ফেয়ার স্কিন টোনের সঙ্গে ডার্ক শেড ভাল যায়। আর যদি স্কিন টোন ডার্ক হয় তাহলে এমন ফ্যাব্রিক কালার বাছতে হবে যাতে পোশাক স্কিনে রিফ্লেক্ট করে। আপনি কীভাবে নিজেকে সকলের সামনে উপস্থাপন করতে চান তা গুরুত্বপূর্ণ।

এথেনিক বা ওয়েস্টার্ন পোশাক বাছার সময় মনে রাখতে হবে পোশাক ক্যারি করাই আসল ব্যাপার। ফ্যাশন বদল হতেই থাকে। স্টাইল নিজস্ব। তবে সবচেয়ে জরুরী নিজেকে বোঝা। তবে নিজের শরীরের গঠনে সন্তুষ্ট থাকা উচিত। সেখানেও আত্মবিশ্বাসই মূল কথা। এখন যেমন প্লাস সাইজ মডেলরাই মডেলিং ইন্দ্রাস্ট্রির আইকন।

ফ্যাশনে কমফোর্টটাই মূল কথা। ডেলি ওয়্যার টু পার্টি ওয়্যার একই মন্ত্র। এখন ট্রেন্ডে যে সমস্ত পোশাক আসছে তা সবই এই ভাবনা মাথায় রেখেই ডিজাইন করা হচ্ছে। যে কোন শারীরিক গঠনের মানুষ যাতে তা পরতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...