কোন কোন উইন্টার আউটফিট থাকতেই হবে ওয়াড্রবে?

শীতের ফেস্টিভ সিজনে কীভাবে নজর কাড়বেন স্টাইলিস লুকে? কোন কোন উইন্টার আউটফিট থাকতেই হবে ওয়াড্রবে? কী ধরনের আউটফিট এখন ট্রেন্ডে ইন? ফ্যাশন টিপস দিলেন অভিনেত্রী, মডেল নিশান্তিকা দাস (Nishantika Das, Model & Actress)  

নিশান্তিকা জানিয়েছেন, উইন্টার ফ্যাশনে ভাইব্রেন্ট কালার ট্রাই করা খুব বুদ্ধিমানের কাজ। যেহেতু পোশাকের কাট-লেন্থে খুব এক্সপেরিমেন্ট করার উপায় থাকে না তাই রঙে চমক দেওয়াটাই সেরা বিকল্প। ঠান্ডা থেকে বাঁচতে হবে আবার স্টাইলেও নজর কাড়তে হবে। অনেকেই উইন্টারে লাইট, সফট শেডের পোশাক বেছে নেয়। কিন্তু শীতে ডার্ক কালার পরলে বেশি আকর্ষণীয় লাগে। লাইট আর ডার্ক ব্লেন্ডও করা যায়। লাইটকালার আউটফিটের সঙ্গে ডার্ক কালার জ্যাকেট বা কোনও উইন্টার আউটফিট।

শীতকালে অনেক সময় কোন পোশাকের সঙ্গে কোন পোশাক পরা উচিত এটা নিয়ে সংশয়ে পড়েন অনেকে। কিন্তু যেটা পরলে ঠান্ডা লাগবে না সেটাকেই আগে বেছে নেওয়া উচিত। আউটফিট লেয়ারিং যখন করা হয় তখন আপার আর লোয়ার দুটো যেন এক রকম না দেখতে হয়।

আপার বডি যদি টাইট ফিট হয় লোয়ার বডি একটু লুজ হতে হবে। আবার লোয়ার টাইট হলে আপার পার্ট লুজ হবে। উইন্টারে এথেনিক কীভাবে ক্যারি করা যাবে? সেক্ষেত্র শাল সবচেয়ে ভাল বিকল্প।

শীতের ফ্যাশনে সবচেয়ে বড় ভুল গরম জামাকাপড় না পরা। খুব সুন্দর সাজার পর যদি ঠান্ডায় কাঁপতে হয় তাহলে সেটা মোটেই নয়নসুখ দেয় না। মাখতেই হবে ময়েশচারাইজার। বেশি করে জল খেতে হবে।

কোন কোন উইন্টার আউটফিট থাকতেই হবে ওয়াড্রবে? ব্ল্যাক উলিকটের আউটফিট, থার্মাল এইগুলো দিয়ে সব ধরনের স্টাইল করা যায়। মোটা, পাতলা স্কার্ফ আর জিন্স। স্কার্ট পরলে লঙ স্কার্ট।

এটা শেয়ার করতে পারো

...

Loading...