কীভাবে পাবেন পারফেক্ট হাই ফ্যাশন মেকআপ?

হাই ফ্যাশন মেকআপ লুক (High Fashion Makeup Look) কী? কীভাবে পাবেন পারফেক্ট হাই ফ্যাশন মেকআপ?  মেকআপের সময় কোন কোন ব্যাপারে ‘স্পেশ্যাল কেয়ার’ নেওয়া উচিত, টিপস (Makeup Tips)

দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আশুতোষ রঞ্জন  (Ashutosh Ranjan, Profesional Makeup Artist)

আশুতোষ রঞ্জন জানিয়েছেন, ফাই ফ্যাশন মেক আপ লুক কোনও নতুন ট্রেন্ড নয়, বহু দিন আগে থেকেই ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে চল আছে। ফটো শুট, ক্যালেন্ডার শুট, শুটিং- এ হাই ফ্যাশন মেকআপের চল আছে। পোল্যান্ডের এক মেকআপ আর্টিস্ট এই ঘরানার সূত্রপাত করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর চেনা ছক ভেঙে ইন্ড্রাস্ট্রিকে অভিনব কিছু দেখাতে  চেয়েছিলেন। নিজের কাজের ওপর তিনি একটি ফিল্মও বানান। তারপর এই নতুন ধারার মেকআপ ব্যাপক জনপ্রিয়তা পায়। এই সাফল্যের পর তিনি হাই ফ্যাশন মেকআপের নতুন ইন্ড্রাস্ট্রি শুরু করেন।

হাই ফ্যাশন মেকআপ লুকের নানারকম ক্যাটাগরি আছে। এডিরিয়াল হাই ফ্যাশন মেকআপ লুক, ড্রামাস্টিক, ক্রিয়েটিভ হাইফ্যাশন। এডিরিয়াল কিছুটা সাধারণ। ড্রামাস্টিকে সব ধরণের পরীক্ষানিরীক্ষা করা যায়। আই মেকআপে জোর দেওয়া হয়।  লিপ হাইলাইটেড থাকে। যাতে শার্প ও বোল্ড দেখায়।

এই ধরণের মেকআপ করতে চাইলে বেস মেকআপ সব সময় স্বাভাবিকের চেয়ে দু'কোট বেশি থাকবে। এটাই প্রধান ব্যাপার।

প্রতিদিনের ডেলি মেকআপে হাই ফ্যাশন মেকআপ লুকের দরকার হয় কম। শুটিং, ফেস্টিভ্যালের স্পেশ্যাল মেকআপ লুক এটি। তবু কেউ ট্রাই করতেই পারে। সেখানে, ব্লাশার, কনট্যুরে নিজের ক্রিয়েটিভিটি দেখাতেই পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...