গ্লসি ব্রাইডাল মেকআপ কীভাবে করবেন?

সামনেই বিয়ের মরসুম। ট্রেন্ড এখন গ্লসি মেকআপের (Glossy makeup)। গ্লসি ব্রাইডাল মেকআপ কীভাবে করবেন? স্পেশ্যাল দিনে সেরা লুক পেতে আগে থেকে কীভাবে ত্বককে কীভাবে প্রস্তুত করবেন? ঝলমলে ত্বক পেতে কেমন হওয়া উচিত প্রতিদিনের ডায়েট? ব্রাইডাল বিউটি টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট রশীদা সুলতানা (Rashida Sultana, Professional Makeup Artist)

রশীদা সুলতানা জানিয়েছেন, এখন বিয়ের মূল অনুষ্ঠানের অনেক আগে থেকেই বিয়ের রূপটান প্রস্তুতি শুরু হয়ে যায়। পার্লার, স্যালোঁতে বুকিং শুরু হয়ে যায় ব্রাইডাল প্যাকেজের। ৬ মাস, ৩ মাস হিসেবে বুক করা হয়। তখন একটা মান্থলি রুটিন বলে দেওয়া হয়। তার মধ্যে থাকে মান্থলি ফেসিয়াল। বাড়িতেও স্কিন প্রিপারেশন করা যায়। যেমন সিটিএম ক্লেনজিং, টোনিং, ময়েশচারাইজিং করতে হবে দিনে অন্তত দু বার। ত্বক যত ভাল হবে মেকআপ তত ভাল বসবে। সব ধরনের ত্বকের ক্ষেত্রেই স্কিন প্রিপারেশন মাস্ট। শুধু ব্রাইডাল বলে নয় সব সময়ের জন্যই ত্বক পরিচর্যায় কিছু রুটিন মেনে চলা উচিত। যত শাক সবজি, গ্রিন স্যালাড, ফল বেশি খাবে তত ত্বক উজ্জ্বল হবে। বাইরের জাঙ্ক ফুড, তেল মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। তৈলাক্ত, মশলাদার খাবার থেকে ত্বকে ব্রণ, ফুসকুড়ি হতে পারে। স্কিন প্রিপারেশন যদি ভাল না হয় মেকআপ যতই গ্লসি করার চেষ্টা হোক তা বসে না, কেকি ভাব চলে আসে।

গ্লসি মেকআপ এখন ট্রেন্ডে ইন। কিয়ারা আদবানি থেকে আলিয়া ভাট সকলেই পা মিলিয়েছেন এই ট্রেন্ডে। এই মেকআপ লুকে ত্বকে ফুটে ওঠে এক নরম উজ্জ্বলতা। চেহারা হয়ে ওঠে নমনীয়। যা বিয়ের অনুষ্ঠানের জন্য আদর্শ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...