গরমে চুলকানি ও সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন?

গরমে চুলকানি ও সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন? গরমে ত্বকের সমস্যা এড়াবেন কীভাবে? গরমে ঘামের দুর্গন্ধ দূর করা যায় কীভাবে?  টিপস দিলেন আর্টিস্ট বর্ণালী দাশগুপ্ত (Barnali Dasgupta, Artist)

গরমে চুলকানির সমস্যা চেনা সমস্যা। শুনতে হালকা হলেও সমস্যার ধরন কিন্তু বেশ ভারি। বিশেষ করে যাদের পেশার প্রয়োজনে আঁটোসাটো পোশাক পরতে হয় তাদের এই সমস্যা আরও প্রবল। তবে এই সমস্যার ঘরোয়া সমাধান আছে।

বর্ণালী দাশগুপ্ত জানিয়েছেন, বাজার চলতি তীব্র রাসায়নিদুষ্ট মুশকিল আসানের থেকে ঘরোয়া টোটকাই বেশি কাজ দেয়।বেসন এবং সামান্য একটু হলুদ মিশিয়ে স্নানের সময় যদি ব্যবহার করলে তা বেশ উপকারী।চন্দন ভাল ওষুধ। নারকেল তেল কিংবা গোলাপ জলের সঙ্গে এবং গুঁড়ো চন্দন মিশিয়ে ব্যবহার করা যায়। এটি তেলের সঙ্গে মিশিয়ে চুলে এবং জলের সঙ্গে মিশিয়ে ত্বকের জন্য উপকারী বন্ধু।গরমে মেকআপ থেকেও সংক্রমণের সমস্যা হয়। এই সমস্যার সমাধান হিসেবে সারা বছর অ্যালোভেরার রস ত্বকে লাগানো যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...