রক্তদানের আগে জেনে নিন কিছু জরুরি তথ্য

প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বছরে তিন থেকে চার বার রক্তদান করতে পারে। রক্তদান করলে রক্তদাতার শরীরও সুস্থ থাকে; কিন্তু রক্তদান সকলে করতে পারবে না। তাই রক্তদান করার সময় কী কী বিষয় নজর রাখতে হবে? পরামর্শ দিলেন টেকনিক্যাল সুপারভাইজার অ্যান্ড কো-অর্ডিনেটর অফ চার্নক হসপিটাল ব্লাড সেন্টার  দেবলীনা মুখোপাধ্যায়(Technical Supervisor and Co-ordinator Of Charnock Hospital Blood Centre)।

টেকনিক্যাল সুপারভাইজার অ্যান্ড কো-অর্ডিনেটর অফ চার্নক হসপিটাল ব্লাড সেন্টার দেবলীনা মুখোপাধ্যায় বলেছেন, পরিসংখ্যান অনুযায়ী বছরে যদি তিন থেকে চার বার রক্তদান করা হয় তাহলে শরীরে অস্থিমজ্জা আরও সক্রিয় হয় ওঠে। লোহিত কনিকার উৎপাদনের হার বৃদ্ধি পায়। এছাড়াও রক্তদান করার ফলে ক্যালোরি খরচ হয়, দেহের ওজনও কমে যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরলের মাত্রা কমে যায় ও ক্যানসার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। ১৮ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত একজন সুস্থ মানুষ রক্তদান করতে পারে। তবে রক্ত যিনি দেবেন তার ওজন ৪৫ কেজির বেশি হতে হবে। সিস্টোলিক ব্লাড প্রেসার ১০০-১৪০ মধ্যে থাকতে হবে। ডায়োস্টলিক প্রেসার ৫০-১০০ মধ্যে হতে হবে। তাহলেই তার রক্ত নেওয়া যাবে।

কিন্তু রক্তদান করার পর সাধারণত কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তবে যেহেতু রক্তদানের সময় ইনজেকশনের সূচ দেখে অনেকে ভয় পান সেই জন্য মানসিক চাপের ফলেও সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও রক্তদানের পর বিপি লো হয়ে গেলেও রক্তদাতা অজ্ঞান হয় যেতে পারে বা অত্যাধিক রক্ত শরীর থেকে বেরিয়ে গেলেও রক্তদাতা অসুস্থ হয় যেতে পারে।

রক্তদান সব সময় নিঃস্বার্থভাবে করা উচিত। কোনও কিছুর বিনিময়ে নয়। কারণ রক্তদান মানে জীবনদান, রক্তদান হল মহৎদান। তাই প্রাপ্ত বয়স্ক সব নারী-পুরুষের রক্তদান করা উচিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...