Hair Removal Treatment: লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট ত্বকের জন্য কতটা ভালো?

মেয়েদের রুপচর্চার বিভিন্ন ধরণ রয়েছে, যা নিয়ে সাধারণ মানুষ অবগত নয়। তারই মধ্যে একটি হল লেজার হেয়ার রিমুভাল টেকনিক। আজ জিয়ো বাংলা বিউটি কথায় এমনই কিছু রুপচর্চার টেকনিক নিয়ে কথা বললেন মৌ স্লিক অ্যান্ড চিক স্টুডিও-র ম্যানেজিং ডাইরেক্টর, স্বাগতা.এ.চ্যাটার্জি…

হাইলাইটস:

১। লেজার হেয়ার রিমুভাল টেকনিক কী?

২। লেজার হেয়ার ট্রিটমেন্টের প্রি-প্রসেস গুলো কী কী?

৩। লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট স্কিনের জন্য কী ভালো?

লেজার হেয়ার রিমুভাল টেকনিক কী?

এটি হল স্থায়ীভাবে বডি থেকে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করবার একটি টেকনিক। এটিকে ফটো থার্মোলাইসিস বলা হয়ে থাকে। চেহারায় বাড়তি লোম অনেকেই পছন্দ করেন না। সেইখানে ট্রিটমেন্ট খুব কাজের। এটি বরাবরের জন্য চেহারা বা বডির হেয়ারগ্রোথের প্রসেস বন্ধ করে দেয়।

হেয়ার রিমুভালের কোন টেকনিক সবথেকে বেশি এফেক্টিভ?

হেয়ার রিমুভালের জন্য এখন সবচেয়ে বেশি পরিচিত টেকনিক হল থ্রেডিং। তবে ফিমেল রেজার এবং ভ্যাকসিংও খুব প্রচলিত প্রসেস। কিন্তু এগুলির কোনটাই স্থায়ীভাবে বডি থেকে হেয়ার রিমুভালের জন্য নয়। দীর্ঘ সময় ধরে এগুলির ব্যবহার করলে তা আমাদের ত্বকে একটা ডার্ক টোন ফেলে দেয়। সেক্ষেত্রে পার্মানেন্ট প্রসেস হল লেজার হেয়ার রিমুভাল। এই ট্রিটমেন্টে হেয়ার গ্রোথ স্কিনটোনের সাথে ব্লেন্ড হয়ে যায়। ফলে অন্যান্য পুরাতন কোন প্রসেস বারংবার করার প্রয়োজন হয়না।

লেজার আদতে একটি লাইট। যার মাধ্যমে লোমের গোড়া থেকে লোম গজানোর সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়। এই ট্রিটমেন্ট করার পরে ত্বক হালকা লাল মনে হতে পারে। কিন্তু সেটা শুধুমাত্র কিছুদিনের জন্য। সেক্ষেত্রে সানস্ক্রিম ও বেসিক স্কিন কেয়ার নিলেই স্কিনটোন স্বাভাবিক পর্যায়ে চলে আসে।

লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট স্কিনের জন্য কতটা ভালো?

এই ট্রিটমেন্ট সবসময় সার্টিফাইয়েড টেকনিশিয়ানদের দ্বারাই করা উচিত। কারণ, লেজার ট্রিটমেন্টের কিছু প্যারামিটার যেমন স্কিনটাইপ বেছে নেওয়া, মেলানিন পিগমেন্ট দেখা থাকে, যা অভিজ্ঞতাসম্পন্ন স্কিন স্পেশালিস্টরাই সঠিকভাবে করতে পারবে।  

সার্টিফাইড লেজার টেকনিশিয়ান বোঝা যাবে কি করে?

যে সমস্ত স্কিন স্পেশালিস্ট লেজার ট্রিটমেন্ট এর উপরে নির্দিষ্ট কোর্স করেছে এবং তাদের কাছে সার্টিফিকেট রয়েছে, তাদের কাছ থেকে এই ট্রিটমেন্ট নেওয়া উচিত। না হলে ত্বকের ক্ষতি হতে পারে। একজন স্কিন স্পেশালিস্ট সঠিক গাইড করতে পারবে এই ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে।

লেজার হেয়ার ট্রিটমেন্টের প্রি-প্রসেস গুলো কী কী?

১। স্কিন অ্যানালাইসিস

২। হেয়ার গ্রোথ টাইপ চেক

৩। মেডিক্যাল হিস্ট্রি চেক

দর্শকদের প্রশ্ন:

লেজার ট্রিটমেন্টের কী কোন সাইড এফেক্ট রয়েছ?

বেসিক স্কিনকেয়ার ও সানস্ক্রিমের সঠিক ব্যবহার করলেই এই ট্রিটমেন্টের কোন সাইড এফেক্ট নেই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...