বয়ঃসন্ধিকালে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সম্পর্কে সচেতন না হলে ভবিষ্যতে কী ধরনের বিপদে পড়তে হয়?

PCOD পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ (Polycystic Ovarian Disease) আসলে কী? কেন হয় এই সমস্যা? বয়ঃসন্ধিকালে(Teenage)PCOD দেখা দিলে যদি চিকিৎসা না করা হয়, তাহলে ভবিষ্যতে কী ধরনের বিপদে পড়তে হয়? এই সমস্যা এড়াতে আগাম সর্তকতা হিসেবে লাইফস্টাইলে (Lifestyle) কী কী পরিবর্তন করা উচিত? বিস্তারিত জানালেন এন্ডোক্রাইনোলজিস্ট ডায়াবেটোলজিস্ট ডাঃ রচনা মজুমদার (Dr. Rachna Mazumder, Endocrinologist, Dialectologist) 

ডাঃ রচনা মজুমদার জানিয়েছেন, যখন থেকে মহিলাদের ঋতুচক্র শুরু হয় তখন থেকে মেনোপজ পর্যন্ত যে কোনও সময় দেখা দিতে পারে PCOD বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ-এর সমস্যা। পিসি ও ডি পলিসিস্টিক ওভারি তে বেশিরভাগ ক্ষেত্রেই এটি দেখা যায়, যা প্রধানত হরমোনাল অসামঞ্জস্যতার জন্য হয়। এই অবস্থায় দুটি ওভারি থেকে প্রচুর অপরিণত এগ নিঃসৃত হয় যা কিছু সময় পর সিস্টে পরিণত হয়।

পিটুইটারি গ্রন্থি আর ওভারির মধ্যে একটা ভারসাম্য আছে। এই ভারসাম্য কোনও কারণে বিঘ্নিত হলে তখনই সমস্যা হয়। জিন থেকেও এই সমস্যা হয়। অত্যাধিক ওজনও দায়ী। আলু, ভাজাভুজি, ঠান্ডা পানীয়, অ্যানিম্যাল ফুড, ল্যাকটোজ ফুড খাওয়া কমাতে হবে। ফল, শাকসব্জি কম ক্যালরিযুক্ত খাবার যোগ করতে হবে ডায়েটে।

বয়ঃসন্ধিকালে (Teenage) PCOD দেখা দিলে যদি চিকিৎসা না করা হয়, তাহলে ভবিষ্যতে সন্তান ধারনে সমস্যা দেখা যায়। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ও অন্যান্য সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওয়ারিয়ান ক্যানসার, ইউটেরাল ক্যানসার হতে পারে। এই সমস্যার জেরে দেহে অতিরিক্ত পুরুষ হরমোন ও ইনসুলিন তৈরি হয়। অনিয়মিত ঋতুচক্র, নির্ধারিত সময়ের থেকে দেরীতে মাসিক, ব্রণ, অবাঞ্ছিত লোম PCODর লক্ষণ। তাই  বয়ঃসন্ধিকাল থেকেই এ ব্যাপারে সচেতনতা প্রয়োজন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...