উইন্ডোজ-এর নতুন পরিচালকের নাম কৌশিক গাঙ্গুলি। পরিচালকের আসন্ন ছবির নাম 'লক্ষ্মী ছেলে'। আর সেই লক্ষ্মী ছেলেটির নাম উজান গাঙ্গুলি। বাংলা ছবির দুনিয়ায় এই প্রথম ঘটছে এমন ঘটনা। যেখানে বাবা পরিচালক আর ছেলে নায়ক। স্বভাবতই বিষয়টি নিয়ে বেশ আপ্লুত দুজনে। আনুষ্ঠানিক পোস্টার লঞ্চ-এর কাজটিও সেরে ফেলল উইন্ডোজ।
In English

