দীপাবলিতে সেজে উঠুন মনোটোন লুকে!

এই দীপাবলিতে সেজে উঠুন মনোটোন (Monotone) লুকে! তার আগে জেনে নিন মনোটোন লুক কী? এথেনিক পোশাকের সঙ্গে এই মেকআপ কেমন লাগবে? মনোটোন মেকআপে কী কী প্রোডাক্ট লাগে? ফেস্টিভ স্পেশ্যাল মেকআপ টিপস শেয়ার করলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তাপস বসাক (Tapas Basak, Professional Makeup Artist)

 মেকআপ আর্টিস্ট তাপস বসাক জানিয়েছেন, এখন ট্রেন্ড লাইট মেকআপের। বিয়ে বাড়ি থেকে পার্টি, পুজো সবাই প্রায় লাইট বেস- এ অভ্যস্ত। কারণ ক্যারি করতে সুবিধা। মনোটোন মেকআপ সেই জন্যই বেছে নিচ্ছেন মানুষ। মনোটোন মেকআপ একটা হালকা শেডের ওপর পুরো লুকটা থাকে। নো মেকআপ লুকের মতোই দেখতে লাগে। এমনকি আলিয়া ভট, কিয়ারা আদবানি, পরিণীতি চোপড়ার মতো সেলিব্রিটিরা তাঁদের বিয়েতেও এই লুকে সেজেছেন। মনোটোন মেকআপে কন্টোরিং, কনসলিং সবই থাকে। হাইলাইটার, ব্লাশও থাকে শুধু চোখের মেকআপ হয় হাল্কা। ওয়াইন কালার, পিচ, বেবি পিঙ্ক দিয়ে আই মেকআপ হয়।

মনোটোন মেকআপের পর কেমন পোশাক বাছবেন সেটা নির্ভর করবে আপনি কোথায় কী ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন, কোন সময়ে যাচ্ছেন তার ওপর। হেয়ার স্টাইলও সেভাবেই করতে হবে। মেকআপ যত ভাল ব্লেন্ড করা যাবে ততই ভাল। হালকা ব্রাউন, পার্পেল স্মোকি আইজও করা যায়। এই মেকআপ লুক পেতে প্রথমেই আগে ভাল করে স্কিন প্রিপারেশন নিতে হবে। মানে স্কিনিং, টোনিং, ময়েশ্চারাইজার। এটা ঠিক মতো করা গেলে মেকআপ অনেকক্ষণ থাকবে। প্রাইমার লাগানোর পর একটুসময় দিতে হবে। কালার বেছে নিয়ে তারপর আসবে কন্টোর পর্ব। ফাউন্ডেশন লক করতে গেলে ট্রান্সলুসেজ পাউডার লাগবে। তারপর লাগাতে হবে কম্প্যাক্ট। এবার আই মেকআপ। আই শ্যাডো একটু ভাল করে ব্লেন্ড করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...