'ব্যান্ডিট কুইন' সীমা বিশ্বাস

'ব্যান্ডিট কুইন' ছবিতে ফুলন দেবীর ভূমিকায় সাড়া ফেলে দিয়েছিলেন সিনেমা বিশ্বে। সেই ছবির জন্যে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর নাম সীমা বিশ্বাস। দীর্ঘ ১৩ বছর পর তিনি ফিরলেন বাংলা ছবির জগতে। চলতি বছরেই আসছে তাঁর অভিনীত নতুন বাংলা ছবি 'মনপতঙ্গ'। সম্প্রতি জিয়ো বাংলার পর্দায় ধরা দিয়ে সেই ছবি নিয়ে জানালেন অভিনেত্রী।

প্র: অনেক দিন পর বাংলা ছবিতে অভিনয় করলেন আপনি। হঠাৎ এই ছবিতে কেন সাইন করলেন আপনি?
সীমা: প্রায় কয়েক মাস যাবৎ ট্রাভেল করে যাচ্ছি। মুম্বই যাওয়া হয়নি‌ আমার। কিন্তু এখানে এসে যখন এই ছবিতে কাজ করলাম তখন একশো শতাংশ হ্যাপি। কতটা স্যাটিসফাই হবে সেটা পরিচালক বলতে পারবে। কিন্তু ‘ক্রিয়েটিভলি আই এনজয়’।

প্র: আপনি হিন্দি ছবিতে বা বাংলা ছবিতে কাজ করছেন। বাংলা ছবির ক্ষেত্রে কী মনে হয়, কী কম আছে?
সীমা: আমি কিছু দিন আগেই সাউথের একটা বিগ বাজেট ছবিতে কাজ করে এসেছি। কিন্তু ওখানে বাজেট আছে এখানে নেই, সেটা কোনও মানে রাখে না। মানে রাখে যে ক্রিয়েটিভলি কমপ্লিটনেস আছে কী না? দর্শকদের স্যাটিসফাই করতে পারছ কিনা? এই ছবির যারা কাজ করেছেন তারা সকলেই খুব প্রফেশনাল। সাউথের ছবিতে সিনসিয়ারিটি থাকে। ছটার সময় যদি শুটিং শুরু করার কথা থাকে তাহলে ছটাতেই শুরু হয়। মুম্বইয়ে ছবির শুটিংয়ের সময় একটু আগে পিছে হয়। ছবির কোয়ালিটির দিক থেকে আমি খারাপ বলতে পারব না।

প্র: 'ব্যান্ডিট কুইন' নিয়ে এখনও অনেক কথা হয়‌। সেখানে ফুলন দেবীর চরিত্রে অভিনয় করতে পেরে আপনার কেমন লেগেছে?
সীমা: 'ব্যান্ডিট কুইন' আমার একটা ছবি। আমি খুব লাকি যে পুরো বিশ্ব আমাকে চেনে এই ছবির জন্যে। আমার কাজের জন্য প্রশংসা করে। এই ছবির জন্য ক্রেডিট দিতে হবে শেখরজীকে। সব ছবিতেই আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। আর 'ব্যান্ডিট কুইন'-এ কাজ করার জন্য আমি শেখর কাপুরকে ধন্যবাদ জানাই।

প্র: 'ব্যান্ডিট কুইন' নিয়ে যে বিতর্ক হয়েছিল। কিন্তু এখনকার দিনে ছবি মুক্তি পেলে কী বিতর্ক হত? আপনার কী মনে হয়?
সীমা: সেই সময় অনেক আর্ট মুভি তৈরি হয়েছিল। কিন্তু আমি জানি না এটা নিয়ে কেন এতো বিতর্ক হল। তবে সেই সময় অনেক গ্ৰামে আমি গিয়েছিলাম। সেখানকার বহু মহিলা আমার আমাকে বলেছিল, তুই এতো কষ্ট পেয়েছিস! যার মানে তাদের আমার অভিনয়টা ভালো লেগেছিল।

প্র: কলকাতায় এসে কেমন লাগছে?
সীমা: কলকাতা আমার সব সময় খুব ভালো লাগে। একটা অরিজ্যিনালিটি আছে। আমি কলকাতায় এলে একা একাই ঘুরি হোটেলের আশে পাশে। এবার সময় পাইনি। এখানে খুব রিচ লোকও সারভাইভ করতে পারে আবার গরিব লোকও সারভাইভ করতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...