মাত্র ৫ মিনিটেই রাতজাগা ক্লান্ত চোখে ফ্রেশ লুক আনবেন কীভাবে? চোখের ফোলা ভাব কমাতে কী করবেন? লম্বা রাত জাগার পরেও স্মার্ট ও এনার্জিটিক লুকের জন্য মেকআপ কিটে কী কী রাখবেন? আই মেকআপ টিপস দিলেন মেকআপ এডুকেটর সঞ্চারী দাস রাজ (Sanchari Das Raj, Makeup Educator)
মাত্র ৫ মিনিটেই রাতজাগা ক্লান্ত চোখে ফ্রেশ লুক আনবেন কীভাবে?
• সকালে উঠে প্রথমেই ত্বক অনুযায়ী একটি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
• এরপর একটি পাত্রে জল, বরফ নিয়ে নিতে হবে। এর মধ্যে কয়েকফোটা গোলাপজল দিয়ে দিতে হবে। এবার সেই পাত্রের জলে মুখ ডুবিয়ে দিন। এভাবে ৪ থেকে ৫ বার বরফগলা জলে মুখ ডুবিয়ে দিতে হবে।
• এরপর ত্বক অনুযায়ী Eye Cream ব্যবহার করুন
• অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করুন
• ফেসপ্যাক হিসবে পাকা পেঁপে, টকদই ব্যবহার করতে পারেন
কিন্তু শুধুমাত্র স্কিনকেয়ার যথেষ্ট নয়। নিজের শরীরের যত্ন নেওয়াও জরুরি। এর জন্য -
১। সকালে উঠে খালি পেটে গরম জলে মধু মিশিয়ে খান
২। সিয়া সিড খেতে পারেন। জলে ভেজানো সিয়া সিড, পুদিনা পাতা ও শশা খেতে পারেন।
স্মার্ট ও এনার্জিটিক লুকের জন্য মেকআপ কিটে কী কী রাখবেন?
১। এই গরমে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করুন
২। মশ্চারাইজার ব্যবহার করার পর সান্সক্রিম ব্যবহার করতে হবে
৩। এবার প্রাইমার ব্যবহার করুন
৪। কন্সিলার ব্যবহার করুন
৫। মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করুন