মাত্র ৬০ টাকায় কোথায় পাবেন কেএফসি স্টাইল দুরন্ত চিকেন কম্বো!

চিকেন উইং, চিকেন ফ্রাই, চিকেন পপকর্ন মিলবে সব একসঙ্গে! তাও মাত্র ৬০ টাকায়! অ্যাক্রোপলিস মলের কাছে কসবা নিউমার্কেটের ‘স্মোকি কার্ট’এ পাওয়া যাচ্ছে কেএফসি স্টাইল এই দুরন্ত কম্বো। ফুড তল্লাশি চালালো ‘ফুডকথা’। এই জবরদস্ত কম্ব প্যাকের ব্যাপারে সব ফান্ডা পেতে  চাইলে আসতে হবে কসবায়।

শহর কলকাতা স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য। ভেজ থেকে ননভেজ, দেশি থেকে বিদেশি সব ধরনের স্ট্রিট ফুড পাবেন এই শহরে। তাই তো গোটা পৃথিবীর ফুডরসিকদের কাছে কলকাতার মাহাত্ম্য আলাদা। সম্প্রতি মহানগরীতে স্ট্রিট ফুডের বৈচিত্র্য আরও বেড়েছে। বেশি থেকে কম সবরকম বাজেটে মিলবে। রাস্তার মোড়, এক চিলতে কর্নারেও পেয়ে যেতে পারেন হীরের খনির খোঁজ। তেমনি এক নাম কসবা নিউমার্কেটের ‘স্মোকি কার্ট’।

এক প্লেটের মধ্যে মিলবে তিন রকম স্ন্যাক্স। কড়কড়ে ক্রিসপি ভাজা দেখতে মুচমুচে ভিতরে কিন্তু চিকেনের রসালো স্বাদ ভরপুর। প্লেট দেখে মন ভরবেই। প্রথমবার যারা খেতে আসছে তাদের মনে হতে পারে এই চিকেন ফ্রাই কি পারবে কেএফসির স্বাদকে টক্কর দিতে? সেই ধন্দ দূর হয়ে যাবে এক কামড়েই।

এই ফুড জয়েন্টে মূলত কাবাবই থাকে, সঙ্গে থাকে চিকেন উইংস আর গরমে থাকে মকটেলস। এখানের সবচেয়ে জনপ্রিয় আইটেম কাবাব। মালাই কাবাব, আফগানি কাবাব ইত্যাদি। আর আছে উইংস। তার কদরও ফুডপ্রেমিদের কাছে কম নয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...