শুক্রবার মুক্তি পেল ‘একটু সরে বসুন’ কমেডি ছবির ট্রেলার, কবে মুক্তি পেতে চলেছে বড় পর্দায়?

১০ই নভেম্বর, শুক্রবার অর্থাৎ গতকাল মুক্তি পেল কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন সোশাল কমেডি ছবি ‘একটু সরে বসুন’ –র ট্রেলার। বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওরফে 'বনফুল' অবলম্বনেই ছবির গল্প সাজিয়েছেন পরিচালক কমলেশ্বর।

এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, পায়েল সরকার, ইশা সাহা, রজতাভ দত্ত, পায়েল সরকার, খরাজ মুখোপাধ্যায়, মানসী সাহা, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে। ২৪ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

এদিনই কলকাতার সোল- স্কাই লাউঞ্জে ট্রেলার লঞ্চের প্রসঙ্গে এক ইভেন্ট হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, পাওলি দাম, ইশা সাহা, রজতাভ দত্ত সহ আরও অনেকে।

জানা গিয়েছে এই ছবির প্রযোজনা করেছে একাধিক প্রযোজক, রয়েছে বিগ ক্যাট ফিল্ম, ইউরোপ মিডিয়া এন্টারটেইনমেন্ট, জিপিই এন্টারটেইনমেন্ট, ডার্ক এনার্জি।

ছবির গল্পের মুখ্য চরিত্রে রয়েছে গুড্ডু ওরফে ঋত্বিক চক্রবর্তী। গল্প হল সংস্কৃত ভাষার স্নাতক গুড্ডু, পশ্চিমবঙ্গের ছোট্ট শহর বেগুনবাগিচার বাসিন্দা। যাঁর না আছে চাকরি, না আছে জীবনের কোনও লক্ষ্য। এমনভাবেই সময় কেটে যাচ্ছে। তাঁর বন্ধুরাও বিশেষ কেউ নয়। নিজের বাবা ও মা দুজনেই  খামখেয়ালী। গুড্ডুর চারপাশে আজব চরিত্রে ভরে রয়েছে। একমাত্র আলোর উৎস তাঁর ছোটবেলার ভালোবাসা, পিউ। অবশেষে গুড্ডু তার পারিবারিক উত্তরাধিকার চুরি করে কলকাতায় পালিয়ে যায়। সেখানে গিয়ে ওঠে দূর সম্পর্কের ফটকে দার বাড়িতে। তাঁর লক্ষ্যে ফটকেদার মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা মাইনের চাকরি করার। তবে গুড্ডুর পালানোর কথা বেগুনবাগিচার বাসিন্দারা জানতে পেরে যান। এরপর গুড্ডুর ভালোবাসা পিউ, গুড্ডুর মা, আরও এক ব্যক্তি যোগেন, গুড্ডুর স্কুলের শিক্ষক তাঁর পিছু নিয়ে কলকাতা পৌঁছোয়। এরপর কি হবে?

শুরু হবে আসল গল্প আর সেটা জানতে ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন সবাই।

এদিন পরিচালক সংবাদ মাধ্যমে বলেছেন যে তাঁর এই গল্প মূলত সামাজিক কমেডি ভিত্তিতেই তৈরি। এতদিন আগে লেখা সত্ত্বেও বনফুলের গল্পটা আজও খুবই প্রসঙ্গিত। বেকারত্বের সমস্যার কারণে তরুণরা যে সমস্যায় পড়ছেন, সেটা নিয়েই এই পুরো গল্পটা, দর্শকদের আশা করা যায় ভালো লাগবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...