Makeup Removing Tips: রোজ হেভি মেকআপ কীভাবে ত্বকের ক্ষতি করে?

রোজ হেভি মেকআপ কীভাবে ত্বকের ক্ষতি করে? অতিরিক্ত মেকআপে ক্ষতিগ্রস্ত ত্বকের ঘরোয়া উপায়ে কীভাবে পরিচর্যা করবেন? মেকআপ-এর ক্ষতিকারক দিক থেকে ত্বককে ভাল রাখার সহজ পথ কী? পরামর্শ দিলেন অভিনেত্রী রাজরানী (Rajrani, Actress)

অভিনেত্রী রাজরানী মডেল এবং ব্যস্ত অভিনেত্রী। চড়া আলো, চড়া মেকআপে নিয়ে প্রতিদিন কাজ করতে হয় শুটিং ফ্লোরে। কিন্তু ত্বক ও চুলের যত্ন রাখতে তিনি ভালবাসেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পর যতই ক্লান্ত থাকুন, মেকআপ তুলতে কোনওদিন ভুল হয় না।

রাজরানীর মতে, প্রতিদিন আমরা যেমন স্নান করি তার সঙ্গে সঙ্গে ত্বকের যত্ন নেওয়াও প্রয়োজন। কাজের বাইরে প্রয়োজনেi মেকআপ করা উচিত। অপ্রয়োজনে ভারী মেকআপ ত্বকের ক্ষতিই করে। যে যে পেশাতেই থাকুন না কেন তিরিশের পর নিয়ম করে ত্বকের যত্ন নেওয়া উচিত। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করতেই হবে। সারাদিন আমাদের ত্বকের উপরের ভাগ যে রোদ, মেকআপ, চড়া আলোয় ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষতি সারিয়ে তোলে ময়েশ্চারাইজার। ত্বকে জলের ভাব ধরে রাখে।

কোন ব্রান্ডের মেকআপ ব্যবহার করা হচ্ছে, কীভাবে তা ব্যবহার করা হচ্ছে সেটা ত্বকে সরাসরি প্রভাব ফেলে। মেকআপ ব্যবহার করলে পণ্যের রাসায়নিককে কোনওভাবেই এড়ানো যায় না।

তার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই মেক আপ করার আগে স্কিন প্রিপারেশন রুটিন মানতে হবে। পর্যাপ্ত পরিমানে জল খেতে হবে। তেলমশলাহীন খাবার, সুস্থ জীবনযাত্রা, নেশা থেকে দূরে থাকা ত্বককে স্বাস্থ্যজ্বল করে তোলে।সঙ্গে হাসতে হবে, মন ভাল রাখতে হবে তবেই ভাল থাকবে ত্বক।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...