‘ডায়াবেটিক ফুট’(Diabetic foot ) কারা? বর্ষাকাল ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক সময় কেন? ভেজা পায়ে কী ধরনের সংক্রমণ হতে পারে? বর্ষায় ডায়াবেটিক রোগীদের ডায়েট প্ল্যান কেমন হওয়া উচিত? পরামর্শ দিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ময়ূখ রায় (Dr Mayukh Roy,Diabetologist, MBBS MD General Medicine)
হাইলাইটসঃ
১।বর্ষাকাল ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক সময় কেন?
২।ভেজা পায়ে কী ধরনের সংক্রমণ হতে পারে?
৩। বর্ষাকালে কেমন জুতো পড়া উচিত?
বর্ষাকাল ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক সময় কেন?
বর্ষাকালে ডায়াবেটিক রোগীদের মধ্যে স্কিন ইনফেকশনের হার বেশী দেখা যায়। কারণ এই সময় ত্বকের PH এর কিছুটা তারতম্য হয়। এছাড়াও রক্তে শর্করার ভাগ বেশি থাকলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসে। ফলে আর্দ্র পরিবেশে দেহে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে, সেই রোগের সঙ্গে মোকাবিলা করা কঠিন হয়। এই কারণেই বর্ষাকালে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত।
বর্ষাকালে কী ধরনের সংক্রমণ হতে পারে?
১। দাদ বা Tinea Infection
২। Intertrigo Infection
৩। foot ulcer
বর্ষাকালে কেমন জুতো পড়া উচিত?
১। বর্ষাকালে crocs shoe পড়তে পারেন।
২। জুতো সবসময় পরিস্কার করে রাখতে হবে।
৩। নোংরা মোজা পরা উচিত নয়।
বিশেষ টিপসঃ
- বর্ষাকালে সুতির হালকা জামা পড়তে হবে।
- নোংরা বা ঘামে ভেজা জামা পড়বেন না।
- ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বা মলম ব্যবহার করা উচিত নয়।
- একজনের ব্যবহৃত পোশাক অন্যজন পরবেন না।