দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। খুঁটি পুজো। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

মায়ের আগমনী বার্তা এসে গিয়েছে খুঁটি পুজোর হাত ধরে। দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজোর মাধ্যমে তাঁদের ৮৮ তম বর্ষের দুর্গাপূজার শুভ সূচনা একপ্রকার প্রায় হয়েই গেল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমতি শশী পাঁজা মহাশয়া।

এটা শেয়ার করতে পারো

...

Loading...