Child Health: আপনার শিশু খামখেয়ালী না অবসাদে ভুগছে কীভাবে বুঝবেন?

আপনার শিশু খামখেয়ালী না অবসাদে ভুগছে কীভাবে বুঝবেন? খামখেয়াল কি মানসিক সমস্যার লক্ষণ? কোন বয়সী শিশু অবসাদের শিকার হতে পারে? সন্তানের কোন কোন আচরণ দেখে সতর্ক হবেন? পরামর্শ দিলেন মনোরোগবিদ ডাঃ অনির্বাণ রায় (Doctor Anirban Ray, MBBS, MD (psychiatry), DM (child & Adolescent psychiatry)

আপনার শিশু খামখেয়ালী না অবসাদে ভুগছে কীভাবে বুঝবেন?

যখন আমরা কোনও বাচ্চাকে 'মুডি' বলি, সেটা তাদের স্বাভাবিকস্বভাবও হতে পারে। ছোটবেলা থেকেই হয়ত বাচ্চাটি নিজের মতো চলতে ভালোবাসে।

কিন্তু ডিপ্রেশনের ফলে ব্যবহারে অনেকগুলি সমস্যা দেখা দেয়।

ডিপ্রেশনের অন্যতম লক্ষণগুলি হল-

১। বাচ্চাটি কম কথা বলছে

২। ঠিক মতো খাবার খাচ্ছে না

৩। বাচ্চাটির ঘুম কমে গিয়েছে

৪। নিজের পছন্দের কাজ করছে না

৫। ওজন কমে যাওয়া

৬। রাগ বেড়ে যেতে পারে

এছাড়াও খেয়াল করলে দেখা যাবে, বাচ্চাটি নির্দিষ্ট কোনও একটি ঘটনা বা নির্দিষ্ট একটা সময়ের পরই এইরকম ব্যবহার করছে, তখন বুঝতে হবে বাচ্চাটি ডিপ্রেশনে রয়েছে।

কত ছোট বয়স থেকে বাচ্চারা ডিপ্রেশনের শিকার হতে পারে?

১০ থেকে ১২ বছর বয়স থেকে বাচ্চারা ডিপ্রেশনের শিকার হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে এই বয়সের থেকে ছোট বয়সী বাচ্চারাও ডিপ্রেশনের কবলে পড়তে পারে।

ডিপ্রেশন কতটা ভয়াবহ?

১। বাচ্চাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়

২। ক্রাইমের কবলে পড়তে পারে

৩। নিজের ক্ষতি করতে পারে

৪। ডিভাইসের প্রতি আসক্তি বেড়ে যায়

ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কী?

ডিপ্রেশন কোন পর্যায়ে রয়েছে, তার উপর নির্ভরকরে চিকিৎসা। এই চিকিৎসার বিভিন্ন পর্যায় রয়েছে

১। কাউন্সিলিং

২। পরিবারের সঙ্গে কথা বলতে হবে

৩। পরিবারের মধ্যে বোঝাপড়ার সমস্যা হলে, সেটি ঠিক করতে হবে

৪। প্রয়োজনে ওষুধ খেতে হবে

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...