২৮ ফুটের প্রতিমা

হাতে গোনা আর কটা দিন। তারপরেই শুরু হতে চলেছে জগদ্ধাত্রী পুজো। পুজোর এই মরশুমো জিয়ো বাংলার টিম পৌঁছে গেছিলো 'পালপাড়া সার্বজনীন ক্লাবে'। আরজে প্রজ্ঞা, আরজে রাখেশ এবং সঞ্চালক শুভ সাথে তাঁদের পুজোর ব্যাপারে জানলাম আমরাও। গুটি গুটি পায়ে চলতে চলতে ৭৫ বছরে পদার্পন করলো তাঁদের এই পুজো। আন্দামানের জাড়োয়াদের জীবনযাত্রা কে তুলে ধরে হয়েছে তাঁদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। শুধু মণ্ডপ সজ্জায় নয় প্রতিমা সজ্জাতেও রয়েছে নয়া চমক। ২৮ ফুট দীর্ঘ প্রতিমাই তাঁদের আকর্ষণ। কথা প্রসঙ্গে ক্লাবের একজন সদস্য বলেন। আকর্ষণে পরিপূর্ণ এই মণ্ডপসজ্জাটি দেখতে হলে আপনাদের আসতেই হবে 'পালপাড়া সার্বজনীন ক্লাবের' পূজাপ্রাঙ্গনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...