মায়ের উদাহরণ মা নিজেই

'মেরে তাকদির মে এক ভি গম না হোতা, আগার তাকদির লিখনে কা হাক মেরি মা কা হোতা'- এ যেন এক অমৃত বাণী। সত্যি মায়ের উদাহরণ মা নিজেই। মায়ের সাথে সন্তানের যে যোগসূত্র তা ভাষায় প্রকাশ করাটা কঠিন। শুধু অনুভব করা যায়, মায়ের মমতা ভরা ছোয়া। মায়ের শাড়িতে 'মা মা' গন্ধ। সন্তানকে একবার দেখলেই  বুঝে যাওয়া সন্তানের মনের পরিস্থিতি। ভগবান সবার কাছে পৌঁছাতে পারেননি বলে প্রতিটা ঘরে একটি করে মা পাঠিয়েছেন। কিন্তু সেই মা বৃদ্ধ হলে  তাঁর কপালে জোটে লাঞ্ছনা।চন্দননগর স্টেশনের নিকটবর্তী 'খলিসানি সার্বজনীন জগদ্ধাত্রী ক্লাব' এর এবারের সৃষ্টি মায়েদের জীবন ধারাকে তুলে ধরা। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কেমন চলছে চন্দননগরের প্রস্তুতি তা দেখবার জন্য জিয়ো বাংলার তরফ থেকে একটি পরিক্রমার আয়োজন করা হয়। সঞ্চালক শুভ ও বিখ্যাত আরজে জুঁটি রাকেশপ্রজ্ঞার উপস্থিতিতে জমে উঠেছিল এই পরিক্রমা। সন্তান কে গর্ভে ধারণ করার যে আনন্দ সেটি তুলে ধরা হয়েছে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে শিল্পী অতনু চট্টোপাধ্যায় দেখিয়েছেন, নারীদের শেষ জীবনকে। অর্থাৎ নারীদের শেষ বয়সে যে দুর্দশার সম্মুখিন হতে হয় তা পরিস্ফুটিত করা হয়েছে মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে।মাকড়সার জালের মতো যে মা দের চারিদিক দিয়ে চেপে ধরেছে, সেই বাস্তব চিত্র দেখা যাবে মণ্ডপে। এলাকার ৫০ জন মা কে নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে সম্পন্ন হবে। তাদের এই নিদারুন মণ্ডপসজ্জাটি দেখতে হলে আপনাদের আসতেই হবে খলিসানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মন্ডপে

এটা শেয়ার করতে পারো

...

Loading...