সার্কাসমাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা

হাতে মাত্র আর কটা দিন তারপরেই শুরু হতে চলেছে জগদ্ধাত্রী পুজো। আর তীব্র ব্যাস্ততার মধ্যে এখন চন্দননগরবাসী। গত দুমাস ধরে চলছে চন্দননগরের সার্কাসমাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রস্তুতি । তাই জিয়ো বাংলার তরফ থেকে চলছে জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল পরিক্রমা। কেমন চলছে তাঁদের পুজোর প্রস্তুতি তা দেখার জন্য সঞ্চালক শুভ, বিশেষ অথিতি আরজে রাকেশ ও আরজে প্রজ্ঞার সঙ্গে পৌঁছে যান এই পূজাস্থলে। পাশাপাশি দুটো বড়ো মাঠ, একটি মাঠে প্রতি বছর সার্কাসের আয়োজন করা হয়। সার্কাস হওয়া মাঠের ঠিক পাশের মাঠেই হচ্ছে এই পূজা, তাই এই পূজা কমিটির নাম এইরকম। এবার আসি পূজার কথায়, ২৫ জন কর্মীর দ্বারা তৈরী হচ্ছে এই মন্ডপ। চতুর্থীর দিন শুভ উদ্বোধন মাধ্যমে শুরু হবে তাঁদের পথচলা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...