নোট বন্দির ঘটনার প্রেক্ষাপটে স্বল্প দৈর্ঘ্যের ছবি 'টাকা'

২০১৬ সালের ৮ নভেম্বর নোট বন্দির ঘটনার প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্প দৈর্ঘ্যের ছবি 'টাকা'। প্রযোজক হিসেবে গৌতম সর্দার এগিয়ে এসেছেন এই ছবি প্রযোজনা করার জন্য। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউড তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ দেবরঞ্জন নাগকে। নোট বন্দির সময় সাধারণ মানুষকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? সেই ঘটনাগুলোকেই তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে দিয়ে।

ছবিতে দেবরঞ্জন নাগ ছাড়াও রয়েছে নবাগত অভিনেতা জয়। একজন হকারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবরঞ্জন নাগকে। ছবিতে মফস্বল থেকে আসা ছেলের চরিত্রে অভিনয় করেছেন জয়।

খুব তাড়াতাড়ি বড়পর্দায় আসছে এই ছবি। তার আগে জিয়ো বাংলার আড্ডায় হাজির হয়ে ছবির গল্প ও ছবির শ্যুটিংয়ের নানা অভিজ্ঞতা শেয়ার করলেন প্রযোজক গৌতম সর্দার, অভিনেতা জয় ও দেবরঞ্জন নাগ।

এই ছবি নিজের চরিত্র সম্পর্কে বলে গিয়ে অভিনেতা দেবরঞ্জন নাগ জানিয়েছেন, ছবির তার চরিত্রটি একজন হকারের। কিন্তু হকারি করার পাশাপাশি তার লটারির টিকিট কাটার একটা শখ রয়েছে। এই জন্য প্রতিদিন একটা করে লটারির টিকিট কেনে সে।

কীভাবে নোটবন্দি প্রভাব ফেলল এই মানুষগুলোর জীবনে সেই নিয়েই ঘুরেছে ছবির কাহিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...