থিয়েটারের মঞ্চ থেকে শুরু অনুষার অভিনয় জীবন

Jiyo adda- ‘জিয়ো আড্ডা উইথ লাবণ্য’ শোয়ে আজ অতিথি অনুষা বিশ্বনাথন। 'দুর্গ রহস্য', 'ধনঞ্জয়', 'অপরাজিত', ' মিথ্যে প্রেমের গান' থেকে ‘জল থৈ থৈ ভালবাসা’র মিষ্টি মেয়ে ‘তোতা’ মন জিতে নিয়েছেন দর্শকদের। এই মুহূর্তে টলিউডের জনপ্রিয় মুখ, অন্যতম প্রতিশ্রুতিমান অভিনেত্রী তিনি। বিশিষ্ট পরিচালক-নাট্য ব্যক্তিত্ব অশোক বিশ্বনাথন এবং অধ্যাপিকা-সঞ্চালিকা মধুমন্তী মৈত্রর কন্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী। অভিনয় জীবন শুরু থিয়েটারের মঞ্চ থেকে, কিন্তু অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নেওয়া মোটেই সহজ ছিল না। কেমন ছিল শুরুর দিনগুলো, আগামীর স্বপ্ন কী সব নিয়ে অকপট অনুষা

প্র: কেমন আছ বলো?

অনুষা: ভাল আছি। এখন দুর্গা পুজো, কালী পুজো শেষ হয়ে গেছে বলে একটু মন খারাপ। কিন্তু তাছাড়া খুবই ভাল আছি।

প্র: আচ্ছা, একটা জিনিস বলো যেহেতু তোমার বাবা একজন বিশ্ব বিখ্যাত পরিচালক, মাও একজন পপুলার ফেস যাঁকে আমরা ছোটবেলা থেকে টেলিভিশনে দেখে বড় হয়েছি, মানে আমাদের জেনারেশনের কাছে তিনি একজন রোল মডেল এরকম একটা ফ্যামিলি ব্যাক গ্রাউন্ডে থেকে আসাটা একদিক থেকে ডেফিনেটলি প্রাইভেলেজ্ড- এটা নিয়ে কোনও দ্বিমত নেই সেটা তোমার কাছে কেমন? কেমন ছিল তোমার ছোটবেলা?

অনুষা: দ্যাখো, আমার মা  আমাকে ছোটবেলা থেকে একটু সিনেমার জগৎ থেকে আলাদা রেখেছিল। যাতে...

প্র' সত্যি কি সেটা সম্ভব হয়েছে?

অনুষা: হ্যাঁ, সত্যি সেটা সম্ভব হয়েছে। আমায় পড়াশোনার ওপর ফোকাস করতে বলা হয়েছিল। ছোটবেলা থেকেই। আমার সমবয়সী যেমন ধর উজান, ঋতব্রত, ঋদ্ধি এরা সবাই দেখবে বড় হয়েছে সবাই ওদের চেনে ওদের ডাকনামে, আমার ডাকনামে কেউ আমাকে চেনে না। আমি আলাদা করে বড় হয়েছি। I guess আমাদের ফ্যামিলি থেকে they wanted me to have that choice যে আমি এটা করতে চাই কিনা। যদি করতে চাই সেটার জন্য অনেক লড়াই করতে হয়েছে বাড়িতে। ওঁরা তো জানেন এটা খুব সহজ পথ নয়। প্রচন্ড খাটুনি, প্রচন্ড হিমিলিয়েশন, রিজেকশন থাকে, এক্সপেক্টেশন থাকে- সবটাই, এবার এরকম একটা জায়গা থেকে দেখতে গেলে মনটা অনেক শক্ত করতে হয়। সেই জন্য প্রথম বাধাটা আমার ফ্যামিলি থেকেই এসেছিল। তুমি কি সত্যি করতে চাও, তোমার কি জেদটা আছে? প্যাশনটা আছে? যদি না থাকে তাহলে তুমি এই লাইনে ঢুকো না।

প্র: এতগুলো ফর্মে তুমি কাজ করেছ- সিনেমা, ওটিটি, এখন রেগুলার টেলিভিশন- তোমার কাছে কোনটা বেশি চ্যালেঞ্জের?

অনুষা: আমার মনে হয় প্রতিটা মিডিয়ামের আলাদা আলাদা ব্যাপার আছে। উদাহরণ হিসেবে বলা যায় থিয়েটার খুব অন্যরকম মাধ্যম। টেলিভিশন আবার ফিল্মের থেকে খুব আলাদা, ওটিটি আর ফিল্ম তাও কিছুটা আলাদা। কিন্তু টেলিভিশনে আমার প্রথম দিকে ধরতে একটু সময় লেগেছিল। মুভমেন্টস, ফরম্যাট, অর্ডিয়েন্স-এর মাপটা বোঝা, অর্ডিয়েন্স আসলে কী দেখতে চাইছে, কী রকম ইমোশন ভালবাসে, কী চায়- এগুলো খুব ইম্পরট্যান্ট।

প্র: অভিনেত্রী হিসেবে তো প্রচুর ভাল ভাল পরিচালকের সঙ্গে অলরেডি কাজ করে নিয়েছ, বাকেট লিস্টে আর কে কে আছে যাদের সঙ্গে কাজ করতে পার্সোনালি তুমি খুব ইন্টারেস্টেড?

অনুষা: আমি ডেফিনেটলি অঞ্জন দত্ত, অপর্ণা সেন এঁদের সঙ্গে কাজ করতে চাই। আমি দেবালয়দার সঙ্গে কাজ করতে চাই,  ধ্রুবদার সঙ্গে। ভাল স্টোরি নিয়ে যে আসবে তাদের সবার সঙ্গে কাজ করতে চাই। রাহুলদার সঙ্গে। রাহুল মুখোপাধ্যায়। ইনফ্যাক্ট আমাদের অনেকবার কথা হয়েছে, কিন্তু কাজটা হয়ে ওঠেনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...