অতিমারী মানুষকে সব দিক থেকে বদলে দিয়েছে। বদলে গিয়েছে অসুস্থতার ধরনও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোগ সেরে গিয়েছে। কিন্তু সেরে যাওয়ার পরও থেকে গিয়েছে অসুস্থতার রেশ। অনেকেরই তা দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করেছে। ক্লান্তি, কর্মক্ষমতা কমে যাওয়া- এ ধরনের একাধিক সমস্যা। প্রভাব পড়েছে হৃদযন্ত্রে। কোভিড সেরে যাওয়ার পরও কেন দেখা দেয় হার্টের সমস্যা? কোভিড আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার পর কী কী নিয়ম মেনে চলতে হবে?
এই সকল প্রশ্নের উত্তর দেবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সুনীল লীলা।
হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সুনীল লীলা বলেছেন, কোভিড একটি সংক্রমণ জনিত রোগ। এই রোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেখা গিয়েছে একবার কোভিড আক্রান্ত হওয়ার পর অনেকের হার্টে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। আসলে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। কোভিড আক্রান্ত হওয়ার পরেই এই সমস্যা ধরা পড়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই হার্টের সমস্যার জন্য কোভিডই দায়ী। কোভিড আক্রান্ত হওয়ার পর মানুষের শরীরে কিছু পরিবর্তন আসে এর ফলে হার্টেও সমস্যা দেখা দেয়। যেমন- কোভিডের পর অনেকের রক্তের গাঢ়ত্ব বেড়ে গিয়েছে। এর ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে।
তাই যাদের আগে থেকেই হার্টের সমস্যা ছিল তাঁরা কোভিড থেকে সুস্থ হওয়ার পর খুব দূর্বল হয়ে গিয়েছে, খাবার খাওয়ার ইচ্ছে চলে গিয়েছে, শ্বাস কষ্টের সমস্যা দেখা দিয়েছে। তাই কোভিড থেকে সুস্থ হওয়ার এক মাস পরে একবার ই.সি.জি, ব্লাড টেস্ট, ইকো ক্যাডিওগ্ৰাফি করে নেওয়া উচিত। যে সুগারের রোগী ও হার্টের রোগীরা আগে থেকে জানতেন না তাদের ডায়বেটিস বা হার্টের সমস্যা ছিল। তাদের কোভিড সেরে যাওয়ার পর অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। এই ধরনের রোগীরা যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তাদের 'ওরাল অ্যান্টি কগলেন্ট' নামের একটি ওষুধ দেওয়া হয়েছে। এই ওষুধ রক্তের গাঢ়ত্ব কমাতে সাহায্য করে।
কোভিড আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হওয়ার পরেও দুশ্চিন্তা করেন। এর ফলেও হার্টের সমস্যা দেখা দিতে পারে। তাই চিন্তা করাও কমাতে হবে। হার্ট সুস্থ রাখতে অবশ্যই আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। বেশি ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না। তবে শরীরচর্চা করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর করতে হবে। এছাড়াও ব্লাড প্রেসার ও সুগারের সমস্যা থাকলে তা সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে।