প্রতিবন্ধকতা নয়, সকলের জন্যই অবারিত ‘ক্যাফে #৩৭৭’। যেখানে অতিথিদের জন্য শুধুমাত্র মিউজিক-ই নয় আছে সুস্বাদু খাবার উপভোগ করার সুযোগ। তাছাড়াও প্রতিদিনই বহু মানুষের কোলাহলে জমে ওঠে ক্যাফের আসর। এমন একটি ক্যাফের বিষয়ে আমরা কথা বলে নিলাম বেশ কয়েকজন কলেজ পড়ুয়াদের সঙ্গে।
 In English
													
