আকাশ আট চ্যানেলে শুরু হয়েছে 'বারদীর লোকনাথ'। জোরকদমে বানতলায় চলছে শুটিং। এক রৌদ্রতপ্ত দুপুরে সেখানে হাজির হয় জিয়ো বাংলা। হাজির ছিলেন ধারাবাহিকের পরিচালক থেকে শুরু করে মুখ্য চরিত্র বাবা লোকনাথ সহ অন্যান্য চরিত্ররাও। কী চলছিল সেদিন সেখানে? ওদিকে জি বাংলা সিনেমায় শুরু হয়েছে 'ছুটির লুটোপুটি'। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা অবধি দেখানো হচ্ছে ছোটদের ছবি। এই সব কিছু নিয়েই আজকের ছোটপর্দার সাতকাহন। দেখুন নবনীতার সঙ্গে।
Facebook: https://www.facebook.com/JiyoBangla/
Twitter: https://twitter.com/JiyoBangla
Instagram: https://www.instagram.com/jiyobangla/
In English

