বাগমারী নবারুণ সংঘ

জিয়ো বাংলা  শারদ সম্মান উপলক্ষে সঞ্চালিকা অরণী ভট্ট্যাচার্যের সঙ্গে পুজোর  আড্ডায় মেতে উঠেছিলেন বাগমারী নবারুণ সংঘে কমিটি সদস্য প্রিয়াঙ্কা ঘোষ, জয়িতা দাস ও দেবজিৎ দে।  এবছর তাদের পুজো ৭৪তম বর্ষে পদার্পন করলো, ৭০ বছরের সাবেকি পুজোর পর ৪ বছর আগে তাদের থিম পুজোয় প্রথম হাতেখড়ি। এবারের বিষয়বস্তু "জীবনের পরিক্রমা", যার মাধ্যমে শিল্পী দীপ কুমার দেব মানুষের কর্ম ও তার কর্মফল কিভাবে তাদের জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে সেই বার্তা দিতে চেয়েছেন। থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা শিল্পী কানাই সাহা সাবেকি ধাঁচের বৌদ্ধ মূর্তির আদলে একচালা প্রতিমা গড়েছেন। বাগমারী ব্রিজ ক্রস করে বিখ্যাত বাগমারী বাজারের পাশে নবারুণ সংঘের মাঠেই হচ্ছে এই পুজো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...