জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮য় অংশগ্রহণকারী হিসাবে সঞ্চালিকা মনীষার সাথে পুজোর গল্প শোনাতে জিয়ো বাংলার ষ্টুডিওতে উপস্থিত ছিলেন অর্জুনপুর তালতলা আমরা সবাই ক্লাবের প্রতিনিধিত্বকারী সদস্যরা, শোনালেন তাদের পুজোর গল্প| ছিলেন প্রেসিডেন্ট মৌসুমী নস্কর, সেক্রেটারি সোনালী ব্যানার্জি ও এক খুদে সদস্য অপরাজিতা দত্ত, তাদের ক্লাব প্রায় ৫০ বছরের তবে তাদের পুজো ৪৫ বছরের| দীর্ঘদিন সাবেকিপুজো করার পর তারা থিমের পুজোর ভাবনা শুরু করে, এবং সেই ভাবনা থেকে তারা প্রত্যেক বছর একটি বার্তা দেন দর্শকদের| এবছরর তাদের থিম ‘নাথ’। মহাভারতের ঘটনাকে কেন্দ্র করে ও অবলম্বন করেই তাদের এবছরের ভাবনা| রূপায়নে রয়েছেন শিল্পী ভবতোষ সুতার, মন্ডপ তৈরী হচ্ছে শঙ্খের আদলে এছাড়াও প্রতিমা তৈরী হচ্ছে ভিন্নভাবে যেখানে এসে দর্শকরা নতুনত্বের ছোঁয়া পাবেন বলা যায়। খুদে সদস্য জানালো তাদের উন্মাদনার কথা, পুজোর কত দিন কিভাবে পাড়ার খুদেরা কিভাবে যুক্ত থাকেন সে কথাও জানায় সে, এছাড়াও এই পুজো যেহেতু মহিলা পরিচালিত পুজো তাই পুজোয় মহিলাদের অবদান থাকে অতুলনীয়।
 In English
													
