ছেলেদের ফ্যাশনে লেটেস্ট ট্রেন্ড কী?

ক্যাজুয়াল থেকে দরকারী ফর্মাল, কেমন হওয়া উচিত পুরুষদের প্রতিদিনের ফ্যাশন? কোন সাত স্টাইল রুলস মানতেই হবে স্টাইলিশ হয়ে ওঠার জন্য? ছেলেদের ফ্যাশনে লেটেস্ট ট্রেন্ড কী? কীভাবে বেছে নেবেন সঠিক অ্যাকসেসরিজ? পুরুষদের স্টাইল আর ফ্যাশন নিয়ে টিপস দিলেন আর্টিস্ট, স্টাইল কনসালট্যান্ট নম্রতা মিত্র ( Namrata Mitra, Artist & Style Consultant)

নম্রতা জানিয়েছেন, ফ্যাশন মানে এমন পোশাক পরা, ভাবে সেজে ওঠা যা আপনাকে আত্মবিশ্বাস দেবে। ভিড়ের মধ্যেও একা হেঁটে যেতে স্বছন্দ হবেন আপনি। সেই কনফিডেন্স, সেই পজেটিভিটিটাই ফ্যাশন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাশন করা নিজেকে স্টাইলিশ রাখা খুব ভাল ব্যাপার কিন্তু তার বহিঃপ্রকাশ যেন সঠিকভাবে হয়। সেটা যেন গ্রেসফুল হয় আর আভিজাত্য থাকে।

স্টাইল মানেই শো অফ নয়, স্টাইল মানে এলিগেন্স। বাড়ির ভিতর নিজের মতো সাজ, নিজের মতো থাকা যায় কিন্তু যখন কলেজ অফিস বা কোনও কাজে বাইরে বেরতে হচ্ছে, সোশ্যাল লাইফে যেতে হচ্ছে তখন এমন কিছুই পরা উচিত যাতে তুমি কমফোর্টেবল। সেটা একটা কার্গো প্যান্ট আর হাফ শার্ট হতে পারে, জিনসের সঙ্গে রাউন্ড কলার টি শার্ট হতে পারে, লুজ সামার জ্যাকেট হতে পারে-সেটাই পরা উচিত যা মানায় আর সহজে ক্যারি করা যায়।

এবার কাকে কী মানায় সেটা বোঝাটাই আসল কাজ। প্রতিদিন সেটাই পরা উচিত যাতে আপনি কমফোর্টবল। কাউকে দেখানোর দরকার নেই। নিজের জন্য সাজতে হবে। নিজের জন্য ভাল দেখাতে হবে।

ওজন আর উচ্চতা অনুযায়ী পোশাক নির্বাচন করা উচিত। উচ্চতা আর ওজন দুই নিখুঁত তাদের পোশাক এক রকম, ভাল উচ্চতা কিন্তু রোগা তাদের পোশাক আবার এক রকম। বদলে যাবে ড্রেসিং প্যাটার্ন। প্রতিটা মানুষের একটা নিজস্ব শরীরী ভাষা আছে, শারীরিক অনুপাত আছে সেটা বুঝে ড্রেস আপ করা উচিত।

যাই পোশাক পরা হোক না কেন তা যেন আরাম দেয়। যাদের শরীরের গঠন ভাল তারা টাইট ফিটিংস পরতে পারে, কিন্তু যাদের ওবিসিটি আছে, ওজন বেশি তারা যদি টাইট ফিট পরে তাহলে সেটা ভুল।

পোশাকের সঙ্গে ওয়াক্ষেসারিজ খুব গুরুত্বপূর্ণ। ছেলেদের জন্য  ঘড়ি, চশমা, বেল্ট, জুতো, মোজা খুব জরুরি। এগুলো পারফেক্ট হতে হবে।নিজের মতো সাজতে হবে এটাই ব্যাপার। বিয়ে উৎসবে স্পেশ্যাল দেখতে সবাই চায়। কিন্তু 'ভাল দেখতে লাগা'র চাপ কোথাও আত্মবিশ্বাসে প্রভাব ফেলে।ইন্দো- ওয়েস্টার্ন, ট্রাডিশনালে কন্টেম্পোরারি টাচ ভাল মানায়। কাট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...