জড়তা কাটিয়ে সাবলীল উপস্থাপনার দক্ষতা আয়ত্ত করবেন কীভাবে?

জড়তা কাটিয়ে সাবলীল উপস্থাপনার দক্ষতা আয়ত্ত করবেন কীভাবে? পাবলিক স্পিকিং-এর প্রথম ধাপ কী? স্টেজে বা ক্যামেরার সামনে ‘স্মার্ট অ্যাঙ্করিং’-এর জন্য কোন কোন গুণ থাকা জরুরি? দর্শকদের নজর কাড়বেন কীভাবে? পাবলিক স্পিকিং নিয়ে পরামর্শ দিলেন জনপ্রিয় উপস্থাপিকা, কবি সোহিনী চক্রবর্তী (Sohini Chakraborty, Professional Anchor)

ছোটবেলায় ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ ছিলেন সোহিনী চক্রবর্তী। পরে স্কুল কলেজ এবং প্রফেশনে আসার পর বদল আসতে শুরু করে।  প্রচুর বন্ধু ছিল। বন্ধুদের সঙ্গে অনর্গল কথা বলতেন। কন্যার জন্মের পর ঠিক করেন কথা বলতে যখন এত ভালোবাসেন তাহলে 'কথা'ই হোক প্রফেশন।

সোহিনী চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ কথা, জনসমক্ষে কথা বলা আর অনুষ্ঠানে কথা বলার মধ্যে একটু তফাৎ আছে। অনুষ্ঠানে কিছু নিয়ম, প্রোটোকল মেনে কথা বলতে হয়।এক এক জায়গায় এক এক রকম শো, তার বিষয়বস্তু, উপস্থাপনাও আলাদা।

তাঁর কথায়, মঞ্চ আর মঞ্চের বাইরে তিনি খুব আলাদা নন। সাবলীল হওয়াটা ভীষণভাবে জরুরি। তুমি যা স্টেজেও যদি তুমি সেরকম থাকতে পারো সেটা মানুষকে অনেকটা টানে।সাধারণত অনুষ্ঠানে মানুষের সমস্ত আগ্রহ থাকে শিল্পীকে নিয়ে। উপস্থাপকের কথা  খুব একটা শোনে না। খুব কম ক্ষেত্রে অ্যাঙ্করকে তারা শোনে। সোহিনী চেষ্টা করেন মানুষের আগ্রহকে তাঁর দিকে ধরে রাখার। তার জন্য দর্শককে বোঝা খুব জরুরি। তারা কী চাইছে, তাদের ধরন কেমন জানতে হবে। দর্শকের সঙ্গেও সাবলীল হতে হবে

ধরা বাঁধা কথা, স্ক্রিপ্টের পরিবর্তে তাদের সঙ্গে যোগাযোগ হবে সহজ, স্বাভাবিক। আর চাই হাসি মুখ।একটা প্রথাগত শিক্ষার প্রয়োজন। কিন্তু শিখতে গেলে প্রচুর দেখতে হবে, সকলের থেকে শিখতে হবে।শিশু থেকে বৃদ্ধ সকলের থেকে কিছু না কিছু শেখার আছে। অহং ত্যাগ করে মাটিতে পা রেখে চলতে হবে। প্রত্যেকের নিজের একটা স্টাইল তৈরি করা জরুরি।নিজের পরিচয় ও নিজস্ব ছাপ তৈরি করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...