স্ট্রেটনিং, স্মুদনিং, কার্লিং করার পর চুলের যত্ন নেবেন কীভাবে?

স্ট্রেটনিং, স্মুদনিং, কার্লিং করার পর চুলের যত্ন নেবেন কীভাবে? হেয়ার টুল ব্যবহারের কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে? রুক্ষ নিষ্প্রাণ চুলের প্রাণ ফেরাতে কী করবেন? টিপস দিলেন অভিনেত্রী রাই দাস

চুলে স্ট্রেটনিং বা স্মুদনিং করলে দেখতে ভাল লাগে। কিন্তু যে কোনও ধরনের কৃত্রিম স্টাইল করলেই হেয়ার কেয়ারের দায়িত্ব বেড়ে যায়। স্টাইলিংয়ের সময় চুলে প্রচুর কেমিক্যাল ব্যবহার হয়, চুলে হিট লাগালে, অতিরিক্ত ব্লো-ড্রাই করলে দুর্বল হয়ে যায় চুলের গোড়া। চুল ঝরতে শুরু করে। রুক্ষ হয়ে পড়ে। তাই মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম।

সদা ব্যস্ত জীবনের ফাঁকে প্রতিদিন আলাদা করে চুলের পরিচর্যার জন্য সময় বের করা খুব কঠিন। সপ্তাহে একদিন অন্তত অয়েল ট্রিটমেন্ট করতেই হবে। শ্যাম্পু করতে হবে নিয়ম করে। চুলে যদি অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার হয় তাহলে অবশ্যই ক্লিনিং-এ বিশেষ নজর দিতে হবে। হেয়ার কালার হোক বা যে কোনও ধরনের কেমিক্যাল দিনের শেষে চুলের ক্ষতি করবেই।শুকনো আমলকি সারারাত ভিজিয়ে রেখে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হেয়ার ম্যাসাজ করা যায়। নারকেল তেল, রোজমেরি অয়েল আর ক্যাস্ট্র অয়েল এক সঙ্গে মিশিয়েও মেসেজ করা যায়। চুল ভাল রাখতে সঠিক জীবনযাত্রা জরুরি। সময়মতো ঘুমতে হবে। ডায়েটে সুষম আহারের সঙ্গে রাখতেই হবে পর্যাপ্ত জল আর ফল।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...