সুহোত্র-ইশার প্রেমে কাঁটা সৌরভ?

বাবলা আর মাম্পি। ছোটবেলার বন্ধু। তারা আলাদা হয়ে গিয়েছিল বাংলাদেশে। ফের কি এক হবে তারা? পুর্ণমিলন চিরতরে বদলে দেবে তাদের ভাগ্য?

ভালবাসা, আবেগ আর প্রতিশোধের মিশেলে টানটান উত্তেজনার কাহিনি বাংলা রোম্যান্টিক থ্রিলার সিরিজ ‘পাশবালিশ’। ১০ মে আসছে জি-ফাইফ ওটিটিতে। সম্প্রতি সামনে এসেছে সিরিজের ট্রেলার। মহাবাহু মোশন পিকচার্সের প্রযোজনায় এই সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, ইশা সাহা ও সৌরভ দাস। পরিচালনায় কোরক মুর্মু।  

পাশবালিশ-এর কেন্দ্রে বাবলা (সুহোত্র মুখোপাধ্যায়), মাম্পি(ঈশা সাহা), স্বদেশ (সৌরভ দাস) ও অধিরাজের(ঋষি কৌশিক)ভাগ্য।

ট্রেলারে দেখা যাচ্ছে পাথরকুচি থানার অরিজিৎ সিং চান্দু ওরফে বাবলা মঞ্চে গাইছে ‘আমারে ছাড়িয়া রে বন্ধু কই গেলা রে’। জনতা তার গানের জন্য উদগ্রীব। এদিকে তার চোখে ভাসছে হারানো প্রেমিকার মুখ। যার সঙ্গে তার দেখা হয়েছিল সম্ভবত আগের কোনও জন্মে। এরপর এলাকায় আসে মাম্পি, সে-ই চান্দুর সেই হারিয়ে যাওয়া প্রেমিকা। স্বদেশ পাহাড়বংশী বংশের নেতা। কোনও এক অত্যাচারের বদলা নিতে চায় সে। চান্দু ওরফে বাবলা-মাম্পির জীবনে কি ঢুকে পড়ে সে?

গল্প যত এগিয়ে যায়, দর্শকরা এমন এক পৃথিবীতে উপনীত হন যেখানে অতীত ও বর্তমানের সংঘর্ষ ঘটে। গভীর আবেগ ও চরম রহস্যের এক ন্যারেটিভ তৈরি হয়।

নিজের চরিত্র সম্পর্কে ইশা বললেন, ‘আঁচলের চরিত্রটিকে আমাকে আশ্চর্য করেছে। আমি তার বহুমুখী ব্যক্তিত্ব দিয়ে গভীরভাবে অনুরণিত হয়েছি। যে সাহসী, সংবেদনশীলতা এবং একটি স্বাধীন চেতনার মেয়ে। ইশার বাবা মহাদেব, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে উঠেছেন, তিনি তার সম্প্রদায়ের জন্য কাজ করতে ফিরে আসেন জন্মস্থানে। বাবার গভীর প্রভাব রয়েছে তার জীবনে।

চান্দুর ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এই দুর্দান্ত কাহিনিতে চান্দু ও বাবলার চরিত্রে অভিনয় করাটা ছিল ভালোবাসা, আনুগত্য ও মানব সম্পর্কের জটিলতা উদ্ভাবনের যাত্রা। এই চরিত্র দর্শকদের নিয়ে যায় এক আবেগের রোলারকোস্টারে।

স্বদেশের ভূমিকায় অভিনয়কারী সৌরভ দাস জানিয়েছেন ‘স্বদেশ’ চরিত্রটি তাঁর হৃদয়ের খুব কাছের। পাহাড়বংশী ক্ল্যানের নেতা হিসেবে সে বিপ্লবে নেতৃত্ব দেয়, অশুভকে শেষ করায় বিশ্বাস করে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...