জেগে থাকুক স্বপ্নগুলো

ছোটবেলাটা শুরুই হয় স্বপ্ন দিয়ে। চারপাশের কোন কিছুই রুখতে পারে না স্বপ্ন দেখা থেকে। অনেক স্বপ্ন, অনেক বিশ্বাস।  কিন্তু যত বয়স বাড়তে থাকে তত কঠিন হতে থাকে পথ চলা। বাস্তব থেকে দূরে সরে যেতে থাকে স্বপ্নগুলো। এক সময় আমরা ভুলে যেতে শুরু করি কোন পথে হাঁটতে চেয়েছিলাম।

কিন্তু একবারও কি নিজেকে প্রশ্ন করেছেন স্বপ্ন সফল করতে কতটা চেষ্টা করেছিলেন আপনি? সেই প্রশ্ন মাথায় এলেই ঘুরে-ফিরে আসে পথ আটকে যাওয়ার মুহুর্তগুলো

জীবনের প্রতি বিশ্বাস, নিয়মানুবর্তিতা আর পরিশ্রম এই তিন উপাদান লাগে স্বপ্নকে সফল করতে। শুরু থেকেই ইতিবাচক মানসিকতায় বিশ্বাস রাখা অভ্যাস করুন। নিজের পরিশ্রমকে উপভোগ করুন।

স্বপ্ন কখনও পুরনো হয় না। তার কোনও ‘এক্সপায়ার্ড ডেট’ নেই। যে কোনও দিনই হতে পারে প্রথম দিন। অন্যের স্বপ্নের দৌড়ে নাম লেখানোর চেয়ে নিজের স্বপ্ন নিয়ে নিজে ভাবুন।

হয়ে উঠুন ‘ইউনিক’। অন্যরকম হওয়ার মধ্যে কোন ভুল নেই। নিজেকে প্রকাশ করুন। তার মাধ্যম যাই হোক না কেন। যে ধরনের মানুষের সঙ্গ পথ চলতে অনুপ্রাণিত করবে তাদের সঙ্গেই থাকুন। ‘নেগেটিভ ভাবনাকে একেবারেই জায়গা দেবেন না। ‘না’ শব্দটাকে বাতিল করুন জীবন থেকে।

স্বপ্ন রাতারাতি বাস্তবে নেমে আসে না। তার জন্য সময় লাগে। একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। দেখবেন একদিন ঠিক এসে দাঁড়িয়েছেন সেই জায়গাটায়, ঠিক যেখানে আপনি নিজেকে দেখতে চেয়েছিলেন।

 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...