শিশু এবং বৃদ্ধ পূন্যার্থীদের জন্য স্মার্ট ব্যান্ডের ভাবনা

সামনের মাসেই গঙ্গাসাগর মেলা| স্বাভাবিকভাবেই প্রচুর পুন্যার্থীর ভিড় হতে চলেছে মেলা প্রাঙ্গনে| শিশু এবং বৃদ্ধ পুন্যার্থীরা যাতে কোনভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় তার জন্য এক অভিনব উপায় ভাবা হয়েছে| এই বছর গঙ্গাসাগর মেলায় যাওয়া সমস্ত শিশু এবং বৃদ্ধদের জন্য কিউআর কোডযুক্ত স্মার্ট ব্যান্ডের  ব্যবস্থা করছে দক্ষিন ২৪ পরগণা প্রশাসন|

‘পরিচয়’ নামক সংস্থার পক্ষ থেকে তৈরী হচ্ছে এই স্মার্ট ব্যান্ড| জানা গেছে, স্মার্ট ব্যান্ডের মধ্যে কিউআর কোডের মাধ্যমে ব্যক্তির নাম, ঠিকানা এবং পরিবারের একজনের মোবাইল নম্বর দেওয়া থাকবে|জানা গেছে, প্রতিবছর প্রায় ৮০০ থেকে ১০০০ জন পুন্যার্থী গঙ্গাসাগর মেলায় এসে হারিয়ে যান| দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টি. উল্গানাথান জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে বৃদ্ধ এবং শিশুদের সংখ্যাই বেশি| তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের নিজেদের ঠিকানা বলতে অপারগ| এমনকি কোন রাজ্য থেকে এসেছে তা বলতেও সমস্যা হয় তাদের| এরফলে হয় তাদের সেখানেই থাকার ব্যবস্থা করে দিতে হয় কিংবা তাদের বাড়ি খুঁজে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়| তাই এইবছর এই অভিনব পদক্ষেপটি নেওয়া হয়েছে| এরফলে এইধরনের স্মার্ট ব্যান্ড পরিহিত কোনো মানুষ মেলা প্রাঙ্গনে হারিয়ে গেলে তার স্মার্ট ব্যান্ডে থাকা বারকোড স্ক্যান করে তাদের পরিবারের লোকজনকে খুঁজে বের করা সহজ হবে| জানা গেছে যেকোনো অ্যান্ড্রয়েড ফোন থেকেই স্ক্যান করা যাবে এই কিউআর কোড| প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন প্রবেশ পথে ভলেন্টিয়ার দাঁড় করিয়ে রাখবে যাতে তারা প্রয়োজনমতো কিউআরযুক্ত ব্যান্ড সরবরাহ করতে পারে বৃদ্ধ এবং শিশুদের|   

এটা শেয়ার করতে পারো

...

Loading...