বিশ্বের ক্ষুদ্রতম অ্যান্টেনা আবিষ্কার করে বাঁকুড়ার বিজ্ঞানীর বিশ্বজয়

বিশ্বের ক্ষুদ্রতম অ্যান্টেনা তৈরী করে গোটা বিশ্বের বিজ্ঞানমহলে সাড়া ফেললেন বাঁকুড়ার ভূমিপুত্র বিজ্ঞানী ডঃ শ্রীকান্ত পাল। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির ভূমিপুত্র  রাঁচির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক।বর্তমান বাস রাঁচিতেই। 

তাঁর আবিষ্কৃত ক্ষুদ্রতম এই অ্যান্টেনা লম্বায় মাত্র ১৪ মিলিমিটার। চওড়ায় মাত্র ১১ মিলিমিটার। এই অ্যান্টেনা ওয়্যারলেশ। আকারে ছোট হওয়ায় মোবাইল বা যে কোনও স্মার্ট ডিভাইসে তা ব্যবহার করা যাবে। তা দিয়ে নিমেষের মধ্যেই বড় বড় ফাইলের তথ্য আদানপ্রদান করা সম্ভব। তার ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগেরও প্রয়োজন নেই।

ezgif.com-gif-maker (37)

সাধারণ চোখে বোতামের মতো দেখতে অ্যান্টেনাটি ব্লুটুথ ডিভাইসের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ১০০ গুন বেশি গতিতে ফাইল আদান-প্রদান করা যাবে। ফ্রিকোয়েন্সি ১.৮ গিগাহার্জ থেকে ১৮ গিগাহার্জ পর্যন্ত। দুটির বেশি যন্ত্রে এই অ্যান্টেনা লাগানো থাকলে তা ১০০ মিটার পর্যন্ত এলাকাজুড়ে তথ্য আদান প্রদান করতে পারবে। এই অ্যান্টেনার নাম আল্ট্রা ওয়াইডব্যান্ড অ্যান্টেনা। 

গোটা আবিষ্কার ও গবেষণা প্রক্রিয়ায় বিজ্ঞানী ডঃ শ্রীকান্ত পালের সঙ্গে ছিল তাঁর টিম। তাঁর সহযোগী মৃন্ময় চক্রবর্তী। ২০১৩ সালে এই অ্যান্টেনা আবিষ্কারের পর কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পেটেন্ট স্বীকৃতির জন্য পাঠানো হয়। চলতি বছরের ২৬ অক্টোবর আসে পেটেন্টের স্বীকৃতি।  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...