বিশ্ব নাট্য দিবস

বছরের এই মাসে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিন| আন্তর্জাতিক নারী দিবস, তারপর সদ্য সদ্য মিটেছে বিশ্ব কবিতা দিবস আর আজ বিশ্ব নাট্য দিবস|  বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে বছরের এই ২৭শে মার্চ দিনটি বিশেষ ভাবে স্মরণীয় ও উল্লেখযোগ্য|  সারা বিশ্বে তো বটেই এমনকি বাংলার নানা জেলায় জেলায় পালিত হচ্ছে এই দিনগুলি| নাট্যকর্মী বন্ধু সকলেই আজ এই দিনটিকে ভীষনভাবে প্রাসঙ্গিক করে তুলতে সচেস্ট| আর এসব থেকে আজও বোঝা যায় যে মাল্টিপ্লেক্স বা প্রতি সন্ধ্যায় বোকা বাক্সের এক বাক্যালাপের মাঝেও হারায়নি নাটকের গুরুত্ব| আর এই ঐক্য গড়ে তোলাই এই নাট্য দিবসের অন্যতম লক্ষ্য যা এবছর ৫৮ তম বর্ষে পদার্পণ করলো| ১৯৬১ সালে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট ২৭শে মার্চ দিনটিকে আন্তর্জাতিক থিয়েটার দিবস হিসাবে স্বীকৃতি দেয়| আমাদের বাঁচার রসদ, বেঁচে থাকার ধরন, জীবনযাত্রা, দুঃখ-কষ্ট সমস্ত কিছুই যা এক মঞ্চে প্রতিফলিত বা প্রকাশিত হয় তাই থিয়েটার|  কখনও পথনাটিকা, কখনও শ্রুতিনাটক, কখনও গীতিনাট্যনৃত্যনাট্য, কখনও মূকাভিনয় তো কখনও একাঙ্ক নাটিকা সমস্ত কিছুই অন্তরের ভাব প্রকাশের ভাষা, কোথাও সেখানে এক নারীই নাথবতী হয়েও নাথহীন হওয়ার কথা বলে তো কোথাও সমস্ত কিছুর বিরুদ্ধে গর্জে ওঠার ভাষা বা হাতিয়ার হয়ে দাঁড়ায় পথনাটিকা, তো কখনও এই নাটকই হয়ে ওঠে ভালবাসার একমাত্র ভাষা| কাজেই নিজস্ব সংস্কৃতি বা মননকে আজ আঁকড়ে থাকার দিন - আজ বিশ্বনাট্য দিবস|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...