মাটির লবণাক্তকরণ বন্ধ করুন, মাটির উৎপাদনশীলতা বাড়ান’

সাড়ে তিন হাত ভূমি মানুষের আজীবনের কামনা। সেই সাড়ে তিন হাত ভূমির খোঁজেই সে সফর করে সারা জীবন। মাটির টান। মায়ের ছোঁয়া। মাটি হল মা। মাটিতে জন্ম। মাটিতে বাস। মাটিতেই মিশে যাওয়া।

যেখানে মাটি নেই সেখানে জীবন নেই। কিন্তু মাটির জীবন নিয়ে সাধারণের মধ্যে সচেতনতা তেমন দেখা যায় না। তাই বিষ ছড়ায় মাটিতে। মাটি দূষণ এখন গোটা বিশ্বের অন্যতম বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। মাটি দূষিত হওয়ার কারণ একাধিক।

প্রতি বছর ৫ ডিসেম্বর আজকের দিনটি বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে পালিত হয়। ২০১৩ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৬৮তম অধিবেশনে অনুমোদিত সংকল্পের মাধ্যমে ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষকদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসার করা এই দিনটি পালনের প্রধান উদ্দ্যেশ্য। সাধারণ মানুষকে সচেতন করতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্সেস (আইইউএসএস) আন্তর্জাতিক মৃত্তিকা দিবস পালনের সুপারিশ করেছিল। ২০১৪-র ৫ ডিসেম্বর প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়।

এ বছরের বিশ্ব মৃত্তিকা দিবসের থিম, ‘মাটির লবণাক্তকরণ বন্ধ করুন, মাটির উৎপাদনশীলতা বাড়ান’। সুস্থ বাস্তুতন্ত্র বজায় রাখার গুরুত্ব ও মানব কল্যাণ সম্পর্কে সচেতনতার লক্ষ্যেই এই থিম।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...