২০২০-এ বিশ্ব পরিবেশ দিবসের থিম জীববৈচিত্র্য

প্রকৃতি ভালো না থাকলে ভালো থাকবে না মানুষও। বিশ্ব প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গুরুত্বকে আরও বেশি করে তুলে ধরতে এবং পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ৫ জুন তারিখটি চিহ্নিত করা হয়।

১৯৭২ সালে জাতিসংঘ প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করে।

 

 

তার পর থেকে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

১৯৭২ সালে, প্রথম জাতিসংঘ স্টকহোমে (সুইডেন) পরিবেশ ও দূষণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের আয়োজন করে। তাতে প্রায় ১১৯ টি দেশ অংশ নিয়েছিল। এরপর থেকেই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হতে শুরু করে।

২০২০-এ বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা বা থিম জীববৈচিত্র। এ বছরের আয়োজক দেশ কলম্বিয়া। কলম্বিয়া জানিয়েছে, বিশ্বে প্রায় দশ লক্ষ জীব বৈচিত্র্য ধংসের মুখে। তাই সে বিশ্ব সচেতনতা গড়ে তুলতে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ।

জার্মানির সহযোগিতায় এ বিষয়ে একটি অনুষ্ঠানও আয়োজন করেছে তারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...