'নান্দনিক মানুষ'-এর উদ্যোগে বিশ্ব নৃত্য দিবস

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে মোহিত মৈত্র মঞ্চে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক উৎসবের। 'নান্দনিক মানুষ'-এর তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ৫০ বছরের বেশি সময় ধরে পালন করা হয়ে আসছে এই অনুষ্ঠানটি। এবছর এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিল্পী ও সংগঠক ঋতুরাজ প্রামাণিক। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ভারতের বিভিন্ন নৃত্যকলাগুলিকে দর্শকদের সামনে তুলে ধরা। সারা দেশে্র বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৫ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশিষ্ট কত্থক শিল্পী শর্মিলা চৌধুরী, শ্রীজা সেন ও ওড়িশি নৃত্য পরিবেশন করেছেন অমিনিস দাস ও অভিজিৎ কুন্ডু। এছাড়াও রবীন্দ্র নৃত্য পরিবেশন করেছেন রাজন্যা ঘোষ, ঈপ্সিতা বসু, ভাগ্যশ্রী মোদক ও ভারতনাট্যম নিবেদন করেছিলেন মেঘনা দে আর নজরুল নৃত্য পরিবেশন করেছেন শিশু শিল্পী কৃত্তিকা হালদার।

অন্যদিকে শ্রাবন্তীকা ড্যান্স সেন্টার, সুরতাল, ছন্দবীণা ডান্স একাডেমী, বেলুড় নৃত্যাঙ্গন, শিবপুর ছন্দিতা ও বোলেরো ট্রুপ নৃত্য পরিবেশনা ছিল প্রশংসনীয়। অসাধারণ নৃত্য ও নৃত্য ভাবনার জন্যে মার্গম ও নর্তন নৃত্য কলার কেন্দ্রের নাম বিশেষভাবে উল্লেখ করা উচিত। তবে দর্শকদের উৎসাহ দেখে বোঝা গিয়েছে অনুষ্ঠানে সেরা সঞ্জীব বাগের লোকনৃত্যের দল।

এই অনুষ্ঠানে শিল্পীদের আত্মবিশ্বাস বাড়াতে অতিথির আসনে ছিলেন জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পী ও অভিনেত্রী নন্দিনী ঘোষাল। অনুষ্ঠানের শেষে নন্দিনী ঘোষাল সকল শিল্পীদের বিশেষ সম্বর্ধনা দেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...