বিশ্ব অ্যাজমা দিবস

"অ্যাজমা রোগে নির্মূল বায়ু প্রশান্তি ভরা দীর্ঘ্ আয়ু।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস। বিশ্ব অ্যাজমা দিবস মূলত আয়োজিত হয় ' গ্লোবাল ইনিসিএটিভ ফর অ্যাজমা' (GINA) দ্বারা। 

সারা বিশ্বে প্রায় ১০কোটি লোক শ্বাসনালীর সমস্যা অ্যাজমায় আক্রান্ত হয়। তাদের মধ্যে ৯০% এর বেশি আধুনিক চিকিৎসা পায় না এবং অনেক রোগী মারা যায়। জেনেটিক কারণেও অনেকের অ্যাজমা হয়। যে কোনো বয়সের লোক অ্যাজমায় আক্রান্ত হতে পারে, তাই কিছু নিয়ম আমাদের সকলের মেনে চলা উচিত। 

১.শোবার ঘরে পোষ্যদের রাখবেন না। 

২. শরীরে স্ট্রেস কমান। 

৩. ধূমপান করা বন্ধ করুন। 

৪. ম্যাট্রেস না ব্যবহার করাই ভালো। 

৫. নিয়মিত ব্যায়াম করুন। 

৬. নিজে সচেতন হন এবং আপনার প্রতিবেশিদের ও অ্যাজমার ব্যাপারে সচেতন করুন। 

WHO এর সমীক্ষায় মহানগরী দূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। দিনদিন বায়ু দূষণ বেড়েই চলেছে ; তাতে সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তার মধ্যে অ্যাজমায় আক্রান্তের সংখ্যা খুবই বেশি। সরকার অ্যাজমার রোগীদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে ও বিভিন্ন পদ্ধতিতে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...