সাঁঝের বাতি জ্বলবে ১ জুলাই

মা মরা মেয়ে চারুসৎ মায়ের সাম্রাজ্যে সে বড় একা।  সৎ মা চায় না সতিনের মেয়ের ভাল ঘরে বিয়ে হোক, সে সংসার করুক। কিন্তু ভাগ্য কে কার নেয়? হঠাতই জীবনটা পালটে যাবে মেয়েটার। চারুর কথা বলছি। টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'সাঁঝের বাতি'

চারু নামের গ্রাম্য সহজ সরল অথচ চটপটে একটি মেয়ে রয়েছে গল্পের কেন্দ্রে। গ্রামের সবাই চারুকে খুব ভালবাসে। সবাই তাকে পয়মন্ত বলে মনে করে। চারুর মুখ দেখলে নাকি সবার দিন ভাল যায়। আর এখানেই যত সমস্যা চারুর সৎ মা এবং বোন চুমকির। চারুর বাবা ভানু ঘোষ ভাল মানুষ। সে মানববাদী। এই ঘোষ পরিবারের দুধের ব্যবসা। সেই দুধ যায় মল্লিক বাড়িতে। মল্লিকদের আবার প্রতিষ্ঠিত মিষ্টির ব্যবসা। মল্লিক বাড়ির দুই ছেলে আর্যমান এবং অংশুমান। এই দুজনের সঙ্গে কী ভাবে চারু আর চুমকির জীবন মিলে যায় সেটাই দেখা যাবে ধারাবাহিকে। তা ছাড়াও গল্পে আছে আরও অনেক ট্যুইস্ট। আর্যমান অন্ধ। তবে, জন্মান্ধ নয়। এক দুর্ঘটনার পর থেকে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। তার জীবনে চারু কী ভাবে বাতি জ্বালবে সেটাই দেখার।

FotoJet - 2019-06-22T135154.799

আর্যমান ও অংশুমানের মা মল্লিকা মল্লিক বেশ কড়া। তবে ভিলেন নয়। সেই চরিত্রে অনেক 'শেড' আছে বলে জানিয়েছেন জুন মালিয়া। এই চরিত্রে তিনিই রয়েছেন যে। ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকে 'আউট অ্যান্ড আউট' নেগেটিভ রোলের পর এবার দারুণ 'পজিটিভ' জুন মালিয়া। তবে এই চরিত্রটির মধ্যে অনেক শেড আছে। মাঝে মাঝে খুব কড়া হতে দেখা যাবে মল্লিকাকে। অনেকে সেটাকে নেগেটিভও ভাবতে পারে। শাশুড়ির কাছ থেকে শেখা সমস্ত আচার বিচার পরিবারের সকলকে মেনে চলতে বলে সে। রক্ষণশীলতার পাশাপাশি আবার বেশ আধুনিকও সে

FotoJet - 2019-06-22T135024.303

আরও এক অসম ভালবাসার গল্প বলবে এই ‘সাঁঝের বাতি’নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে আর উচ্চবিত্ত ছেলে। চেনা ছকের হলেও গল্প বলার ঢঙে থাকবে চমক- এমনটাই জানিয়েছেন অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টের মুখপত্র স্নিগ্ধা বসু।  চারুর চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। আর্যমানের চরিত্রে রেজওয়ান শেখ রব্বানি। এ ছাড়াও রয়েছেন কাঞ্চনা মৈত্র, রতন সরখেল, দীপান্বিতা রক্ষিত, সৌম্যদীপ সিংহ রায় সহ আরও অনেকে। পরিচালক লক্ষণ ঘোষ। দেবচন্দ্রিমার এটি তৃতীয় ধারাবাহিক। এর আগে কাজল লতা, টেক্কা রাজা বাদশাতে তাঁকে দেখেছেন দর্শক। রেজওয়ান শেখ রব্বানি বাংলা ধারাবাহিকের নতুন মুখ নন। তবে, এই প্রথম ধারাবাহিকে পা রাখতে চলেছেন দীপান্বিতা রক্ষিত এবং সৌম্যদীপ সিংহ রায়। অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। ১ জুলাই থেকে প্রতিদিন সন্ধে ৬ টায় সম্প্রচারিত হবে ‘সাঁঝের বাতি’।

এটা শেয়ার করতে পারো

...

Loading...