করোনা আতঙ্কের মধ্যে অভিনব শরীরচর্চার ভিডিও ভাইরাল

করোনার কারণে ইতালি-তে আপত্কালীন পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে| ইতালির মতো পরিস্থিতি না এলেও স্পেনেও এই মুহূর্তে আপত্কালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে| স্পেনে এই মুহূর্তে মৃতের সংখ্যা ২৮৮ পার করলেও আক্রান্তের সংখ্যা ২০০০ এর ও বেশি| সকলকেই এই সময়ে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে| সকলেই নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করছেন| সম্প্রতি, এই করোনা আতঙ্কের মধ্যেই ভাইরাল হলো একটি কমপ্লেক্সের দৃশ্য|

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দৃশ্যটিতে দেখা গেছে, একটি আবাসনের সকল মানুষ একত্রে যোগ ব্যায়াম  বা শরীরচর্চা করছেন| সম্পূর্ণ শরীরচর্চা দৃশ্যটি ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মহম্মদ লীলা নামক এক ব্যক্তি| সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওটিতে দেখা গেছে, এক ব্যক্তি আবাসনটির মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন| তিনি যে স্থানে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটি অন্য সমস্ত বিল্ডিং-এর থেকে অনেক নিচু| এর ফলে খুব সহজেই অন্য বিল্ডিংগুলি থেকে তাকে দেখা যাচ্ছে| জানা গেল, তিনি আসলে ফিটনেস ইন্সট্রাকটর| যেহেতু এলাকার সকলের বেরোনো বারণ তাই বাড়ির ছাদ থেকেই তিনি সকলকে ব্যায়াম প্র্যাকটিস করাচ্ছিলেন| আর বাকি সকলে নিজেদের বিল্ডিং ঠিক সেই দেখে দেখে প্র্যাকটিস করছিলেন| সেই দৃশ্যই কেউ ক্যামেরাবন্দী করেন এবং তা পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়|জানা গেছে, ভিডিওটি দক্ষিণ স্পেনের সেভিলি শহরের| ২০০৮ –এর জনগননা অনুযায়ী, এই শহরের জনসংখ্যা প্রায় ৭ লক্ষ| রবিবার এই ভিডিওটি পোস্ট হয় মহম্মদের অ্যাকাউন্ট থেকে|

দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই দৃশ্য..................

এটা শেয়ার করতে পারো

...

Loading...