কবে থেকে শীত পড়বে বাংলায়? কি বলছে আবহাওয়া দফতর?

এতদিন লোকেদের মুখে শোনা যাচ্ছিল একটাই প্রশ্ন, ‘কবে থেকে পড়বে শীত?’ এবার সেই উত্তর দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে যে শুক্রবার অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে এবং শনিবার থেকে মিলবে শীতের আমেজ। এছাড়া আগামী মঙ্গলবারের মধ্য়ে ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে রাতের তাপমাত্রা।

আরও জানা গিয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Winter-in-Kolkata-fb

ঘূর্ণিঝড়ের যেই প্রভাব পড়েছিল বাংলায়, তা এবার কাটছে ধীরে ধীরে। তবে, পুরোপুরি কাটবে না তাই দক্ষিণবঙ্গে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রত্যেক সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে সমস্ত এলাকায়।

আবহাওয়া দফতর মনে করছে যে শুক্রবার বিকেল থেকেই উত্তর-পশ্চিমের বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গে আর মেঘ কাটলেই শীত শুরু বাংলায়।  

অন্যদিকে, আপাতত জানা গিয়েছে যে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। এছাড়া আজ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন চার দিন জানা গিয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে। অন্যদিকে, সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে দার্জিলিং এলাকায়।

কলকাতা শহরে শুক্রবার অর্থাৎ আজ আংশিক মেঘলা আকাশ ছিল এবং সকালে হালকা কুয়াশা ছিল। আবহাওয়া পরিবর্তন হলে পারদ নামবে সঙ্গে সঙ্গে। তবে, শীতের আমেজ এই সপ্তাহে না হলেও অবশ্যই বাড়বে আগামী সপ্তাহে।

আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। এছাড়া গতকাল বৃষ্টি হয়েছে ৩০.৪ মিলিমিটার। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...