পৌষ মাসে মূলো দিয়ে মা কালীর পুজো দেওয়া হয় কেন?

পৌষ মাস জুড়ে হয় পৌষ মাসের কালী পুজো। পৌষ মাসের মঙ্গল ও শনিবার কালী মন্দিরগুলিতে লম্বা লাইন পড়ে ভক্তদের। তাঁদের পুজোর ডালিতে অন্য সব কিছুর সঙ্গে থাকে সাদা বা লাল মূলো। কালীঘাট, দক্ষিণেশ্বরের মতো বঙ্গের বিখ্যাত মন্দিরগুলির চত্বরে পুজো ও প্রসাদ সামগ্রীর পসরাতেও থাকে মূলো। কেউ কেউ আবার পুজো দেন জোড়া মূলো দিয়ে।

ভক্তদের ধারণা মা সন্তুষ্ট হন মূলোয়, তাই মনস্কামনা পূর্ণ করতে মায়ের মন্দিরে হাজির হন ভক্তরা। পৌষ মাসের শনি ও মঙ্গলবারে ভক্তকূল মূলো দিয়ে দেবীর পূজো দিয়ে থাকেন। বলা হয় পৌষ মাসে মুলো দিয়ে মা কালীর পুজো দিলে নাকি বিশেষ ফল মেলে। তবে এর নেপথ্যে শাস্ত্রমতে কোনও ব্যাখ্যা বা যুক্তি নেই বললেই চলে। বরং এই নিয়মের জন্ম কিছুটা হলেও লৌকিক আচারের হাত ধরেই। মূলো দিয়ে পুজো দিলে এক মাস আর মূলো বা মূলোর পদ খাওয়া যায় না।শুধু কালী মন্দিরই নয় বাংলার সতীপীঠগুলিতেও পৌষমাসে মূলো দিয়ে পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে।    

শীতের সবজি মূলোকে কেন্দ্র করে একাধিক লৌকিক উৎসব প্রচলিত আছে গ্রাম বাংলায়। তার মধ্যে অন্যতম এক উৎসব হল ‘মুলো-ষষ্ঠী’। সন্তানের মঙ্গলকামনায় নতুন মুলো দিয়ে দেবীর ষষ্ঠীর পুজো করে বাড়ির মহিলারা। তবে মুলো-ষষ্ঠী পালিত হয় অগ্রহায়ণ মাসেই। এর সঙ্গে পৌষমাসে মুলো দিয়ে পুজো দেওয়ার বিশেষ সম্পর্ক নেই। তবে অগ্রহায়ণ মাসের মুলো-ষষ্ঠীর পর যেমন অনেকে বাড়িতে মুলো খাওয়া আরম্ভ করেন। তেমনই পৌষ মাসে মায়ের পুজো দেওয়ার পর এক মাসের জন্য মুলো খান না অনেকেই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...