পিছিয়ে গেল ‘মির্জা’ ছবি মুক্তির দিন! কিন্তু কেন? কি বলছেন অভিনেতা-প্রযোজক অঙ্কুশ?

অঙ্কুশ হাজরার প্রথম প্রযোজনার ছবি ‘মির্জা’, ফলে প্রচুর যত্ন নিয়ে বানিয়েছেন এই ছবি। ইদের দিন অর্থাৎ ১০ এপ্রিল, বুধবার মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির।

তবে অঙ্কুশ ভক্তদের জন্য রইল দুঃসংবাদ। ওইদিন মুক্তি পাচ্ছে না এই ছবি! পিছিয়ে গিয়ে মুক্তির দিন। তাহলে কবে আসতে চলেছে প্রেক্ষাগৃহে?

জানা গিয়েছে ‘মির্জা’ মুক্তি পাবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার, অর্থাৎ একদিন পর। কিন্তু হঠাৎ কেন ছবির মুক্তি এক দিন পিছিয়ে দেওয়া হল?   

অঙ্কুশ আগেই জানিয়েছিলেন যে আসন্ন লোকসভা ভোটের জন্য একাধিক ছবি মুক্তি পিছলেও, তাঁর ছবি ভোটের আগে মুক্তি পাবে। কিন্তু ছবি রিলিজের তারিখ পালটানো নিয়ে তিনি জানিয়েছেন যে এই বিষয়টা  দর্শকের কথা ভেবেই নিজের সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর মতে ১০ তারিখে মানুষজন অন্য কাজে ব্যস্ত থাকবেন। সেদিন দর্শকদের খুব একটা সিনেমা হলে যাওয়ার মতো পরিস্থিতি তাঁদের থাকবে না। সেই কারণেই মুক্তির তারিখ একদিন পিছিয়ে করা হয়েছে ১১ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার।

Mirza Movie Release

লোকসভা ভোটের জন্য একাধিক ছবির রিলিজ পিছিয়েছে। কিন্তু অঙ্কুশ আগেই জানিয়েছিলেন, তাঁর ছবি ভোটের আগে মুক্তি পাবে। তাই রিলিজের তারিখ পালটানোর প্রশ্ন নেই। তবে এবারে দর্শকের কথা ভেবেই নিজের সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা-প্রযোজক। তাঁর বক্তব্য, ১০ তারিখে মানুষজন অন্য কাজে ব্যস্ত থাকবেন। সেদিন খুব একটা সিনেমা হলে যাওয়ার মতো পরিস্থিতি তাঁদের থাকবে না। সেই কারণেই মুক্তির তারিখ একদিন পিছিয়ে করা হয়েছে ১১ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার।

প্রসঙ্গত, ১০ এপ্রিল অর্থাৎ ‘মির্জা’ ছাড়াও দু’টি বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পাবে বড় পর্দায়। ছবি ‘ময়দান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা। দেখা গিয়েছে যে দুটি ছবিরই বেশিরভাগ শো বিকেলে বা রাতের দিকে রাখা হয়েছে। অন্যদিকে, অঙ্কুশ সকাল থেকে ‘মির্জা’র শো চান। সেই কারণেই রিলিজের তারিখ পিছিয়ে দিয়েছেন।

প্রথম থেকেই ‘মির্জা’ মন কেড়েছে সকল দর্শকদের। ফলে, এখন ১১ তারিখের অপেক্ষায় সবাই। এই ছবিতে ‘মির্জা’র চরিত্রে থাকছেন অঙ্কুশ এবং তাঁর ‘মুসকান’ হয়েছেন ঐন্দ্রিলা সেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশক, শোয়েব কবীর, প্রিয়া মণ্ডল, শান্তিলাল মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট্য তারকদের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...